কন্যাকে জন্মদিনে গান উপহার পুতুলের



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
রেজা ও পুতুলের সঙ্গে কন্যা গীতলীনা

রেজা ও পুতুলের সঙ্গে কন্যা গীতলীনা

  • Font increase
  • Font Decrease

জনপ্রিয় সংগীতশিল্পী ও লেখক সাজিয়া সুলতানা পুতুল। নিজে গান গাওয়ার পাশাপাশি অনেক বছর ধরে গান লেখেন, সুর করেন এবং মিউজিক কম্পোজিশন করেন। তার স্বামী সৈয়দ রেজা আলীও গানের মানুষ। তিনিও একাধারে গায়ক, সুরকার এবং কম্পোজার।

এই দম্পতির একমাত্র কন্যা গীতলীনা। আজ তার দ্বিতীয় জন্মদিন। মেয়ের প্রথম জন্মদিনে পুরো মিউজিক ইন্ডাস্ট্রিতে একত্রিত করেছিলেন তারা। তবে এবার তেমন কোন আয়োজনের কথা শোনা যায়নি।

পুতুলের সঙ্গে কন্যা গীতলীনা

তাই বলে কী একমাত্র কন্যার জন্মদিন সাধারন রাখা চলে? মেয়েকে স্পেশ্যাল উপহার তো দেওয়া চাই-ই! সঙ্গীত নিয়ে যাদের বসবাস তাদের কাছে এক একটি নতুন গানও সন্তানের মতো পরম যত্নে লালিত হয়। তাইতো গীতলীনাকে জন্মদিনের উপহার হিসেবে একটি নতুন গান উপহার দিলেন মা পুতুল। সেই গানের লিংক শেয়ার করে পুতুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘গীতলীনার দ্বিতীয় জন্মদিনে কী উপহার দিলাম? একটা গান; শিরোনাম ‘গীতলীনা’।’’

পুতুল আরও লিখেছেন, ‘অন্তঃসত্ত্বাকালীন সময় থেকে আজ ২ বছরের গীতলীনা পর্যন্ত এ এক যাত্রা; একটা গল্প। গীতলীনা যখন গর্ভে আমার, তখন থেকেই এই গানটার পরিকল্পনা করেছি। তাই তার ভূমিষ্ঠ হবার পর প্রথম কান্নাটা রেকর্ড করতে বলে রেখেছিলাম রেজাকে। সেই কান্নার শব্দ থেকে শুরু করে দুই বছরে গীতলীনার বিবর্তনের গল্প নিয়ে এই গান। সেই সঙ্গে অন্ত:সত্ত্বা থেকে মা হয়ে উঠবার আমার মনস্তাত্ত্বিক টানাপোড়েনটা উঠিয়ে এনেছি সৃষ্টির মোড়কে।’

সাজিয়া সুলতানা পুতুল

সবশেষে পুতুল লিখেছেন, ‘গানের দৈর্ঘ্য ১৭ মিনিট ৩০ সেকেন্ড। পুতুলগান যারা শোনেন বা শুনেছেন আগে, তারা এই দৈর্ঘ্য শুনে চমকাবার কথা নয়। এটাই পুতুলগান, যেখানে একটা গল্প বলি। যে গল্পটা হঠাৎ শুরু হয়ে হঠাৎ শেষ হয়ে যায় না। ধীরে স্থীরে জিরিয়ে জিরিয়ে গল্পের বিস্তার ঘটে। গানের কথা, সুর, কম্পোজিশন আমার। প্রডিউসার যথারীতি সৈয়দ রেজা আলী। তার প্রতি কৃতজ্ঞতা গানটাকে চমৎকারভাবে হয়ে উঠতে পাশে থাকার জন্য। দুজন সৃষ্টিশীল বাবা মা তাদের সৃষ্টি ছাড়া সন্তানকে আর কী-ই বা দিতে পারে? সৃষ্টি উপহার দেয়াই শ্রেয় মনে করি, যেখানে গীতলীনা বড় হয়ে একদিন উদযাপন করবে এটা’

পুতুল এখন গানের পাশাপাশি অনলাইনভিত্তিক একটি আড্ডা অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত, যার নাম ‘পুতুলঘরে আত্মকথন’। এ অনুষ্ঠানে তিনি মূলত শোবিজ তারকাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি, টানাপোড়েন, আনন্দ ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন।

‘পুতুলঘরে আত্মকথন’ অনুষ্ঠানে মারিয়া নূর ও পুতুল

‘আজব কারখানা’র জন্য ঢাকায় পরমব্রত, প্রেক্ষাগৃহে আসছে ১২ জুলাই



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

  • Font increase
  • Font Decrease

আসছে ১২ জুলাই সারাদেশে মুক্তি পাচ্ছে শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজব কারখানা’। তবে ছবিটি এরইমধ্যে দেশ ও বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে পুরস্কারও। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

আর এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশর শীর্ষ র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মেধাবী অভিনেত্রী দিলরুবা দোয়েল। আরও অভিনয় করতে দেখা যাবে বাংলার লোকগানের একাধিক গুণী শিল্পীকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী, আসিফ ইকবালের মতো তারকারা। সামিয়া জামান প্রযোজিত সরকারি অনুদানের এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা, পোস্টার উন্মোচন ও টিজার প্রকাশ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয় এক প্রীতি অনুষ্ঠান। তাতে অংশ নিতে কলকাতা থেকে ছুটে আসেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া সিনেমা সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

আজ ছিল এই তারকা অভিনেতার জন্মদিন। অনুষ্ঠান শেষে তার জন্মদিনের কেক কেটে উদযাপনও করা হয়।

প্রযোজক সামিয়া জামান বলেন, ‘ছবিটি নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করেছি। অবশেষে যে দর্শকের জন্য সিনেমাটি নির্মাণ করেছি তাদের দেখানোর সুযোগ তৈরী হয়েছে। আমরা আগামী ১২ জুলাই থেকে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, ‘‘আমার জন্য আজকের দিনটি খুবই স্পেশ্যাল। কারণ, আজ আমার প্রথম সিনেমার মুক্তির তারিখ সবার সঙ্গে শেয়ার করছি। একইসঙ্গে আমি আরেকটি ছবি শুরু করতে যাচ্ছি যেটার জন্যও সরকারি অনুদান পেয়েছি। অনেক স্বপ্ন আর কষ্ট নিয়ে ‘আজব কারখানা’ করেছি। বাংলাদেশে সরকার এবং প্রযোজক সামিয়া জামান সহায়তা না করলে আমার এই স্বপ্নের ছবিটি আলোর মুখ দেখতো না। পরমব্রত এতো কষ্ট করেছে বলার মতো নয়। এমনও দিন গেছে তার মতো তারকা অভিনেতা খেয়েছে কিনা সেই খোঁজটুকু আমি নিতে পারিনি কাজের চাপে। সে মুখ বুজে কাজ করেছে। এছাড়া প্রতিটি শিল্পী যার যার জায়গা থেকে কাজটি নিজের মনে করে করেছে।’

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন

শবনম আরও বলেন, ‘এই ছবিটি আসলে তৈরী করা খুব দরকরা ছিল। গান আমাদের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ও ঐতিহ্য। সেই বাংলার গানকে আমরা আরও একটু ছড়িয়ে দিতে চেয়েছি।’

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘ছবিটি করতে রাজী হয়েছিলাম শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকে। কারণ গানের পরিবেশেই আমার বেড়ে ওঠা। আমার বাবা মা দুজনই বাংলা গানের প্রচার প্রসারে কাজ করে গেছেন। আমি নিজেও সাধুসঙ্গসহ অনেক কিছু করেছি বাংলা গানকে ভালো করে জানতে। সেই বাংলার গান নিয়ে একটি চলচ্চিত্র হচ্ছে, যেখানে আমি একজন রকস্টারের চরিত্র করতে পারবো, এই লোভ সামলাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ছবিটি এর আগে কলকাতায় দুবার প্রদর্শিত হয়েছে। একবার প্রদর্শনের সময় আমি উপস্থিত ছিলাম। তখন ছবিটি দর্শকের কেমন লেগেছে সেটি তাদের চোখে মুখে আমি দেখেছি। কারণ গান ভালোবাসে এমন অজস্র দর্শক আমাদের বাংলায় রয়েছে। আমার বিশ্বাস তারা এই ছবিটি দেখবেন।’

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন

শাবনাজ সাদিয়া ইমি বলেন, ‘‘আমি এমন একটি ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম যেটি নিয়ে সব সময় প্রাউড ফিল করতে পারি। ‘আজব কারখানা’ তেমনি একটি সিনেমা। ছবিটি করতে রাজী হই আমার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা আছে দেখে। তারসঙ্গে কাজ করে আমি অভিনেত্রী হিসেবে অনেক উন্নত হয়েছি বলে মনে করি। আমার আগামী কাজগুলো নির্ভর করবে এই ছবির ফলাফলের ওপর। তাই আমি সবাইকে বলবো আমরা ছবিটি হলে এসে দেখুন, আশা করছি নিরাশ হবেন না।’

দিলরুবা দোয়েল বলেন, ‘ছবিটিতে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। পরমব্রত চট্টোপাধ্যায়ের মতে অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে জেনে যেমন আনন্দ লাগছিলো, তেমনি ভয়ও পাচ্ছিলাম। তবে তিনি অনেক সাপোর্টিভ। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আশা করছি দর্শকেরও ছবিটি ভালো লাগবে।’

;

দুই নায়িকাকে নিয়ে আসছেন ভিকি জাহেদ



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
নাদিয়া, ভিকি জাহেদ ও ফারিণ

নাদিয়া, ভিকি জাহেদ ও ফারিণ

  • Font increase
  • Font Decrease

ভিকি জাহেদ এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় নির্মাতা। তার প্রতিটি কাজ দর্শক সাদরে গ্রহণ করেন। গেল কোরবানির ঈদেও তিনি শক্তিমান অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে নির্মাণ করেন টেলিভিশন ফিকশন ‘তিথিডোর’। চারিদিকে এখনো নাটকটির দারুণ প্রশংসা শোনা যাচ্ছে।

সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ভিকি জাহেদের নতুন কাজের খবর সামনে এলো। এবার আর এক নায়িকা নয়, দর্শকপ্রিয় দুই নায়িকাকে নিয়ে হাজির হতে চলেছেন ভিকি।

পোস্টারে ফারিণ

এ সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং সালহা খানম নাদিয়া অভিনয় করেছন ভিকি জাহেদের ওয়েব কনটেন্ট ‘একটি খোলা জানালা’য়। এরইমধ্যে এই কাজের দুটি পোস্টার উন্মোচিত হয়েছে। একটিতে দেখা যাচ্ছে তাসনিয়া ফারিণকে, অন্যটিতে সালহা খানম নাদিয়াকে।

মজার বিষয় হলো দুজনের পরণেই রয়েছে নার্সের পোশাক। সঙ্গে ভিকি জাহেদের অন্য সব কাজের মতো সাসপেন্সের ছোঁয়া।

ভিকি জাহেদ

‘একটি খোলা জানালা’ সম্মন্ধে গুণী নির্মাতা ভিকি জাহেদ বার্তা২৪.কমকে বলেন, ‘এটি শিগগিরই ওয়েব প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে। তবে এটি কোন ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ নয়। এটি মূলত একটি শর্টফিল্ম, যার দৈর্ঘ্য আধ ঘণ্টার মতো।’

তিনি আরও বলেন, ‘পোস্টার দেখেই অনেকে বুঝতে পেরেছেন যে এটি হাসপাতালের নার্সদের গল্প। আসলেই তাই, এখানে কোন পুরুষ প্রধাণ চরিত্র নেই। ফারিণ আর নাদিয়াসহ আরও কয়েকজন নার্সের জীবন ঘিরে গল্প আবর্তিত হয়েছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে থ্রিলার নির্মাণ করি, এটিও তেমন একটি কাজ। সঙ্গে হরর স্বাদ পাওয়া যাবে। রাতে কাজটি দেখলে বেশি মজা পাওয়া যাবে।’

পোস্টারে নাদিয়া

নির্মাতা জানান, ‘একটি খোলা জানালা’র শুটিং হয়েছে এ বছরেই। ফারিণ ও নাদিয়া দুজনই চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই অভিনেত্রীও কাজটি নিয়ে আশাবাদী।

প্রসঙ্গত, ফারিণ এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি গত মঙ্গলবার কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন গ্যালারীতে বসে। আর নাদিয়া সদ্য বিয়ে করেছেন অভিনেতা সালমান আরাফাতকে। এখন তারা হানিমুন করতে কক্সবাজারে আছেন। দুই অভিনেত্রীই যার যার অবস্থান থেকে সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর ছবি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।

স্বামীর সঙ্গে কক্সবাজারে নাদিয়া ও কোপা আমেরিকায় ফারিণ

;

২০০ হলিউড ছবির তারকা বিল কবস আর নেই



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
হলিউড অভিনেতা বিল কবস

হলিউড অভিনেতা বিল কবস

  • Font increase
  • Font Decrease

না ফেরার দেশে চলে গেলেন ‘দ্য বডিগার্ড’ খ্যাত হলিউড অভিনেতা বিল কবস। তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে গত ২৫ জুন মঙ্গলবার বিল কবস তার ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এমপায়ারের নিজ বাস ভবনে বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অভিনেতার মুখপাত্র চক আই জোনস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

১৯৭৪ সালে ‘দ্য টেকিং অব পেলহাম ওয়ান টু থ্রি’-তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন বিল কবস। ‘দ্য বডিগার্ড’, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম, ‘এয়ার বাড’সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। পুরো ক্যারিয়ারে প্রায় ২০০টি সিনেমায় ও সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

বিল কবস ডে টাইম এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন। ‘ডাইনো ডানা’য় অভিনয়ের জন্য ২০২০ সালে এই পুরস্কার জিতেছিলেন তিনি। কবসের অভিনীত প্রতিটি চরিত্রই ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

;

বিতর্কিত ছবি দিয়ে আমিরপুত্র জুনায়েদের শুরু, কী জুটলো ভাগ্যে?



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
জুনায়েদ খান

জুনায়েদ খান

  • Font increase
  • Font Decrease

বলিউড পারফেকশনিস্ট আমির খান পুত্র জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘মহারাজ’ মুক্তির আগেই বিতর্ক সৃষ্টি হয়। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজ’ ছবিটির কাহিনী ১৮৬২ সালের ঘটে যাওয়া ‘মহারাজ লিবেল কেস’ এর ঘটনা থেকে অনুপ্রাণিত। যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের নারী শিষ্যদের ধর্ষণ করার অভিযোগ ওঠে।

সকল বিতর্ককে পাশে রেখেই সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। অবাক করা বিষয় হলো, পুরো ছবিটি দেখে দর্শক থেকে সমালোচক প্রশংসায় ভাসাচ্ছেন। ছবির কাহিনি ও জুনায়েদের অভিনয়ের দারুণ প্রশংসা শোনা যাচ্ছে চারিদিকে। প্রথম ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জুনায়েদ।

আমির খান ও তার পুত্র জুনায়েদ খান

সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের নতুন সিনেমাতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জুনায়েদ। নাম নির্ধারণ না হওয়া এই ছবির শুটিং শুরু হয়েছে দিল্লিতে। যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। নতুন এই ছবিটি নিয়ে এর বেশি জানাতে চাননি জুনায়েদ।

তবে কথা বলেছেন নিজের প্রথম সিনেমা ‘মহারাজ’র সাফল্যে নিয়ে। তার ভাষ্য, ‘মহারাজ’ এর জন্য দর্শকের থেকে যে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এত বিতর্কের পরেও যে সাফল্য পাবো, এটা ভাবতেই পারিনি। এখন আমি খুব খুশি।

জুনায়েদের নতুন ছবির নায়িকা খুশি কাপুর

ছবিতে সাংবাদিক ও সমাজকর্মী করসনদাস মুলজির ভূমিকাতে দেখা গেছে জুনায়েদকে। তার বিপরীতে ছিল ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পান্ডে। এছাড়াও ছবিতে অন্যতম ভূমিকায় ছিলেন ‘পাতাললোক’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত। যিনি ধর্মগুরুর চরিত্রে অভিনয় করেছেন।

জুনায়েদ খান

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

;