দুই বাংলায় জনপ্রিয় ইমন চক্রবর্তী ও স্বপ্নীলের ‘তুমি রবে নীরবে’

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব । ছবি: শিল্পীর সৌজন্যে

ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব । ছবি: শিল্পীর সৌজন্যে

এ সময়ে দুই বাংলার জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী আর স্বপ্নীল সজীব। দুজনের ভিত্তিটাই রবীন্দ্র সঙ্গীত। কিন্তু বর্তমানে দুই শিল্পীই নানা ধারার গানে শ্রোতাদের মন জয় করেছেন।

ইমনকে এ সময়ে কলকাতার শীর্ষ প্লেব্যাক গায়িকা তথা সঙ্গীতশিল্পী বললে ভুল হবে না। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের এলিট শ্রেণিতে অনেক আগেই উঠেছেন তিনি (‘প্রাক্তন’ সিনেমার ‘তুমি যাকে ভালোবাস’ গানের জন্য)। একাধিকবার পেয়েছেন ফিল্মফেয়ারের মতো সম্মানজনক পুরস্কার। দেশের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছেছে। স্বপ্নীল সজীবও দেশের অসংখ্য পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয়েছেন, পেয়েছেন একাধিক সম্মাননা।

বিজ্ঞাপন
ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব । ছবি: শিল্পীর সৌজন্যে

এই দুজন দুই দেশের শিল্পী হলেও যেন হরিহর আত্মা! খুব ভালো বন্ধু তারা। এর আগেও একসঙ্গে গান রেকর্ড করেছেন, একমঞ্চে গেয়েছেন বহুবার। আবারও তাদের দ্বৈত রসায়নে মুগ্ধ হতে চলেছে দুই বাংলার শ্রোতারা।

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৃষ্টি ‘তুমি রবে নীরবে’কে নতুন করে প্রাণ দিলেন এই শিল্পীদ্বয়। আসছে রবীন্দ্র মহাপয়াণ দিবস উপলক্ষ্যে গানটির নান্দনিক মিউজিক ভিডিও প্রকাশিত হবে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায়। গানটির নতুন সঙ্গীত পরিকল্পনা করেছেন নীলাঞ্জন ঘোষ।

বিজ্ঞাপন
ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব । ছবি: শিল্পীর সৌজন্যে

নতুন করে ‘তুমি রবে নীরবে’ গাওয়া প্রসঙ্গে ইমন চক্রবর্তী বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর আমার সঙ্গীত জীবনের মূল স্তম্ভ। তার গানের কথা আমাকে শক্তি, অনুপ্রেরণা ও ধারাবাহিকতা দেয়। ‘তুমি রবে নীরবে’ আমার জন্য আরো স্পেশ্যাল কারণ, এটি আমার প্রিয় বন্ধু ও বরেণ্য বাংলাদেশি গায়ক স্বপ্নীল সজীবের সঙ্গে পুনর্মিলন। আমাদের আগের গান ‘তুমি কোন কাননের ফুল’ ভীষণ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। আশা করছি আমাদের নতুন আয়োজনেও আবার শ্রোতারা মুগ্ধ হবেন।’

ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব । ছবি: শিল্পীর সৌজন্যে

স্বপ্নীল সজীব বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর আমরা তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাই তার গান নতুনভাবে দর্শকের সামনে উপস্থাপন করে। এ বছরও কবিগুরুর মহা প্রয়াণ দিবসে তাকে আমি আমার প্রিয় বন্ধু ইমন চক্রবর্তী একসঙ্গে শ্রদ্ধা জানাতে আসছি। আমরা অনেক দিন ধরে বিভিন্ন কাজ পরিকল্পনা করছিলাম, আর অবশেষে আমাদের স্বপ্ন পূর্ণ হলো। আমি বিশ্বাস করি, আমাদের এই গান দুনিয়াজুড়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব । ছবি: শিল্পীর সৌজন্যে

স্বপ্নীল আরও বলেন, ‘নীলাঞ্জন ঘোষের অনন্য সঙ্গীত আয়োজন ‘তুমি রবে নীরবে’কে একটি আবেগময় সিম্ফনিতে রূপান্তরিত করেছে। এই সহযোগিতা শুধুমাত্র একটি সঙ্গীত প্রজেক্ট নয়; এটি বন্ধুত্ব, শিল্পকর্ম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৌন্দর্যের উদযাপন। নীলাঞ্জন ঘোষকে ধন্যবাদ তার সুন্দর সঙ্গীতের জন্য, আর ইমন চক্রবর্তী প্রোডাকশনস ও জেএমআর মিউজিক স্টুডিওকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।’

ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব । ছবি: শিল্পীর সৌজন্যে

আগামী ৬ আগষ্ট ২০২৪-এ প্রকাশিত হবে ইমন-স্বপ্নীলের ‘তুমি রবে নীরবে’।