কোটা আন্দোলন নিয়ে ‘চলো ভুলে যাই’ গেয়ে ভাইরাল পারশা
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পারশা মাহজাবীনের ‘চলো ভুলে যাই’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী গানটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘এটা একদম আলাদা প্রজন্ম। এই প্রজন্মের ক্রমবিকাশ দেখে আমরা গর্বিত। ভালোবাসা ও কুর্ণিশ জানাই।’
নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূরসহ অনেকেই গানটি শেয়ার করে পারশার প্রতি ভালোবাসা জানিয়েছেন।
পারশা মাহজাবীন জানিয়েছেন, ‘চারপাশের অবস্থা দেখে মনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। কয়েক দিন ধরেই নানা ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছিল; ফলে সময় বেশি লাগেনি। মনের চাপা কষ্ট থেকে গানটা লিখেছি। ১০ মিনিটের মধ্যে ‘চলো ভুলে যাই’ লিখে ফেলি।’
২৮ জুলাই রাত আড়াইটার দিকে ফেসবুকে পোস্ট করেন গানটি। ঘুম ভেঙে সকালে দেখলেন, লাখো মানুষ গানটা শুনছেন। পারশা বললেন, ‘আমি এতটা ভালোবাসা পাব, কখনো প্রত্যাশা করিনি। এত বড় বড় মানুষ গানটা শুনবেন, বাহ্বা দেবেন, কল্পনাও করিনি। কারণ, ভিউয়ের জন্য নয়, নিজের ভাব প্রকাশের জন্য গানটা করেছি। এত মানুষ গানটা শুনবেন, এত কিছু ভেবেচিন্তে কাজটা করা হয়নি।’
গানটি কেন এত মানুষের ভেতর ছড়িয়ে পড়েছে বলে মনে করেন? জানতে চাইলে পারশা বলেন, ‘গানের কথাকেই তুলে আনছেন অনেকে। কারণ গানের প্রতিটি বাক্যের ঘটনার সাক্ষী আমরা। প্রতিটি বাক্যের পেছনে আরও ৫০টা বাক্য মানুষের জানা আছে। ফলে শ্রোতারা সহজেই গানটার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন।’
কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নামতে চেয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তবে শারীরিক অসুস্থতার কারণে নামতে পারেনি। তাই গানে গানে সহপাঠীদের প্রতি সংহতি জানিয়েছেন তিনি।
পারশা মাহজাবীনের পৈতৃক নিবাস দিনাজপুরে। মায়ের কাছে শুরু হলেও পরে বছর বগুড়ার গানের শিক্ষক আবদুল আউয়ালের একাডেমিতে গান শিখেছেন। ২০১৯ সালে ইউটিউবে চ্যানেল খুলে গান কাভার করতে শুরু করেন।
২০২১ সালে রাফাত মজুমদারের লাইট ক্যামেরা অ্যাকশন নাটকের দ্বৈত গান ‘দুজন হেরে যাই’-এ কণ্ঠ দেন পারশা। তিন বছরের ক্যারিয়ারে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’সহ বেশ কয়েকটি নাটকে গেয়েছেন তিনি। তবে সিনেমার গানও করার আগ্রহ রয়েছে।
গত বছর বলিউডের গায়ক দার্শান রাভাল ও ঢাকার গায়ক তানভীর ইভানের সঙ্গে মঞ্চে দেখা গেছে পারশাকে। বগুড়ায় প্রীতম হাসানের সঙ্গে একটি শোয়েও গেয়েছেন তিনি।
গানের পাশাপাশি এ বছর ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে তার। এতে জোভানের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এরপর মাহমুদুর রহমানের ‘প্রথম ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন পারশা মাহজাবীন। গান ও অভিনয়ের মধ্যে গানটাকেই বেশি প্রাধান্য দিতে চান তিনি। তবে অভিনয়টাও চালিয়ে যেতে চান।
পারশার প্রিয় শিল্পীদের তালিকায় শ্রেয়া ঘোষাল, রুনা লায়লা, এড শিরান।