সহশিল্পীদের কেন ধান্দাবাজ বললেন ন্যান্সি?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি: নূর

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি: নূর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি একটা সময় বিএনপি’র রাজনীতিতে বিশ^াস করতেন। ফলে সঙ্গীত ক্যারিয়ারেও নানা ধরনের সংকটের মুখে পড়েছেন বলে বিভিন্ন সময় জানিয়েছেন তিনি।

চলমান কোটা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে আছেন এই জনপ্রিয় তারকা। ফেসবুকে নিয়মিত পোস্ট করছেন বিভিন্ন অরাজকতার চিত্র। তবে এই গায়িকা কোটা আন্দোলন নিয়ে শুরুর দিকেই স্পষ্ট করে পোস্ট দেন, ‘আমি একজন মা, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, ক্ষমতাসীন দলের সুবিধা ভোগী নই, নির্যাতিত কিন্তু ভীত নই।’

বিজ্ঞাপন
নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি: নূর

অর্থাৎ তিনি যে এখন আর বিএনপি’র সঙ্গে কোন সম্পর্ক রাখছেন না সে কথাই স্পষ্ট করে নিরপেক্ষ হয়ে ছাত্রদের দাবী ও তাদের প্রতি ঘটে যাওয়া সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

আজও ন্যান্সি একটি রড়সড় স্ট্যাটাস পোস্ট করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। তবে এবার তিনি কথা বলেছেন তার সহশিল্পীদের আচরনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘প্রিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে? ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সাথে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপদ সীমার বাইরে রেখেছেন কিন্ত চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি! ভবিষ্যতে যার সাথে ছবি দিলে গুণ বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন সে ফন্দি ফিকির করছেন- ধিক্কার আপনাদের।’

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি: নূর

ন্যান্সি আরও লিখেছেন, ‘বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মত সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহণশীল খেতাব পাই তাতে আমি অখুশি নেই। আপনাদের কীর্তি শুধু আমি নই ; সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি। আপনাদের সাথে কাজের সূত্রে যে সম্পর্ক ছিলো সেটা আমি ছিন্ন করলাম, আপনাদের বর্জন করলাম। জানি তাতে আপনাদের কিছু আসে যায় না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার ওতেই চলবে। নাজমুন মুনিরা ন্যান্সি, বাংলাদেশের একজন কণ্ঠ শ্রমিক।’