যা ঘটছে তা দেখে অসুস্থ বোধ করছি: মোশাররফ করিম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোশাররফ করিম । ছবি: গুগল

মোশাররফ করিম । ছবি: গুগল

কোটা সংস্কার আন্দোলনের রূপ ক্রমেই বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ছে। এই আন্দোলনকে এখন একটা অংশ দেখছে দেশের আমূল পরিবর্তনের মাধ্যম হিসেবে। আবার কেউ কেউ সন্দিহান আদতে কি হতে যাচ্ছে তা নিয়ে। এতোদিন শোবিজ তারকারা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করলেও আজ দলবদ্ধভাবে ছাত্রদের প্রতি সংহতি জানাতে রাজপথে নামেন অনেকেই। বৃষ্টিতে ভিজে তারা ফার্মগেটের রাস্তায় চলমান পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। ব্যক্ত করেন নিজেদের মতামতও।

মোশাররফ করিম বলেন, ‘যা ঘটছে সেসব চিত্র মুঠোফোনে দেখতে দেখতে আমি আসলে অসুস্থ বোধ করছি মানসিকভাবে। আমি শান্তি চাই।’

বিজ্ঞাপন
গতকাল ছাত্রদের পক্ষে রাস্তায় নামেন মোশাররফ করিমসহ অনেক তারকা

ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলতে বললে এই জনপ্রিয় অভিনেতা বলেন, ‘আমি তাদের উদ্দেশ্যে কি বলতে পারি? আমি তো বলার কেউ না।’

যারা কোটা আন্দোলনের পক্ষে মন্তব্য করছেন তাদের একটা মহল রাজাকার বলে নিন্দা করছেন। সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে মোশাররফ করিম বলেন, ‘আমিও তো অনেককে অনেক কিছু বলতে পারি। কিন্তু তার পেছনে তো প্রমাণ থাকতে হবে। প্রমাণ না থাকলে আমরা কাউকে কিছু বলতে পারি না, যদি কেউ বলে সেটা অন্যায়।’

বিজ্ঞাপন