সরকারি কোন সুযোগ সুবিধা নেইনি: সোহানা সাবা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোহানা সাবা । ছবি: শিল্পীর সৌজৈন্যে

সোহানা সাবা । ছবি: শিল্পীর সৌজৈন্যে

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে পুরো দেশ যেখানে বিভক্ত সেখানে শিল্পীরাও সেই ধারা অনুসরন করবেন এটাই স্বাভাবিক। হয়েছেও তাই; বর্তমানে একদল শিল্পী আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন, আরেকদল রয়েছেন এই আন্দোলনের বিপক্ষে। দ্বিতীয় দলের একজন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোহানা সাবা।

গত বৃহস্পতিবার আন্দোলনের ফলে দগ্ধ হওয়া বিটিভি কার্যালয় পরিদর্শন করতে যাওয়া শিল্পীদের মধ্যে তিনিও ছিলেন। এরপরই আন্দোলনকারী থেকে শুরু করে নেটিজেনদের একাংশ এমনকি তার কিছু সহশিল্পীরাও সাবার সমালোচনা করছেন।

বিজ্ঞাপন
সোহানা সাবা । ছবি: শিল্পীর সৌজৈন্যে

এ প্রসঙ্গে আজ একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘একটি প্রাণের মৃত্যু আমার কাছে ভীষণভাবে কষ্টের বিষয়। আমার বাড়িতে অথবা অফিসে একটি গাছ মরে গেলেও আমি ভীষণভাবে আহত হই। কোন মৃত্যুই আমার কামনা নয়। আমি নিজেও কারো সন্তান, কারো মা। আমি ভীষণভাবে বিবেকবান বলে নিজেকে দাবি করি। আজ পর্যন্ত কোনদিন জেনেশুনে বুঝে কোন অপরাধ করেছি বলে আমার মনে পড়ে না। আজকের যে সকল প্রাণ ঝরলো এই আন্দোলনের ঘাড়ে চেপে.. সেটি আমার মনে হয় এদেশের একটি মানুষের জন্যও কাম্য নয়। সে কারণে বলছি, আমার অবস্থানে আমি পরিষ্কার ভাবে দাঁড়িয়ে।’

সোহানা সাবা আরও লিখেছেন, ‘গত ১৫ বছরে নানান সরকারি অনুষ্ঠান এবং নানান সুযোগ সুবিধা থেকে কোন কিছুই কিন্তু আমি নেইনি এবং পাইনি। যারা এর সুযোগ সুবিধা পেলেন এবং নিলেন, তাদেরকে বলছি- বয়কট না করে বরং যা কিছু টাকা কামিয়েছেন, সুযোগ পেয়েছেন তা কিছু এই ছাত্রদেরকে আন্দোলনের জন্য দান করুন, তাদের পাশে থাকুন এভাবে করেও।’

বিজ্ঞাপন
সোহানা সাবা । ছবি: শিল্পীর সৌজৈন্যে

সবশেষে সাবা লিখেছেন, ‘আমি শুধু এটুকু শেষ কথা বলতে চাই যে, আমি আর কোন অযৌক্তিক আন্দোলন চাই না। কোন দাবি আমার কাছে নেই, আমি শান্তিতে এদেশে বসবাস করতে চাই এবং প্রত্যেকটা হত্যার বিচার চাই। আপনারা যারা আন্দোলনের নামে বারবার বাচ্চাদেরকে উসকে দিচ্ছেন তাদেরকে বলতে চাই এবার একটু থামুন। না থামলে সেটা আপনাদের ব্যাপার কিন্তু দয়া করে আমাকে আপনারা ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে কোনরকম জ্ঞান দিতে আসবেন না। আমি আপনাদের চাইতে বহুগুণ সৎ এবং বিবেকবান। ধন্যবাদ।’