ছাত্রদের পাশে থাকায় অ্যাসিডদগ্ধ করতে চেয়েছে: বাঁধন
কোটা সংস্কার আন্দোলনের জেরে আবু সাঈদের মৃত্যুর পর ছাত্রদের সঙ্গে একাধিকবার রাস্তায় নামেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে প্রথম সারির একজন তারকা হয়ে এই কাজ করা সহজ ছিল না।
কি ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে তিনি গেছেন যে কথা তখন কাউকে না বললেও নিজের অবস্থানে অটুট ছিলেন। কাজ করে গেছেন মনের কথা শুনে। এখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। তাই সেই ক’দিন তিনি কি কি পরিস্থিতি ফেস করেছেন তা নিয়ে মুখ খুলেছেন।
বাঁধন বলেন, ‘আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওই দিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি। কারণ, একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে-মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি।’
তবে বাঁধনকে সবচেয়ে কষ্ট দিয়েছে কয়েকজন সহশিল্পীর আচরণ। তিনি বলেন, ‘বলতেও খুব খারাপ লাগে, সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে, তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গবিদ্রুপ করেছেন। তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম। তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নাই। প্রতিহিংসা মানুষ ও দেশকে পিছিয়ে দেয়।’
শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের অনেক জায়গাতেই নৈরাজ্য দেখা দেয়। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এক দল আছে সন্ত্রাসী কার্যকলাপ, জ্বালাও-পোড়াও নিয়ে, আরেক দল আছে সম্পত্তি লুট করতে। এমন অন্যায়কে আমি সমর্থন করি না। এখন ছাত্ররা যে পথ দেখাল আমাদের, সে পথে ধরে দেশ গড়ায় ফিরতে হবে সবাইকে। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করুন।’
নতুন দেশে নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা বাঁধনের। তিনি বলেন, ‘আমি খুবই আশাবাদী। বিশ্বাস করেছি ছাত্রদের রূপরেখার ওপর। তবে আমি একজন বাঁধন হিসেবে কী চাই? আমি চাই বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, সুশাসন থাকবে, স্বাধীনতা, কথা বলার অধিকার থাকবে, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, আগামী ২৫ আগস্ট থেকে একটি নতুন ছবির শুটিং শুরুর কথা ছিল বাঁধনের। তিনি জানালেন, এই পরিস্থিতিতে সেই কাজটি পিছিয়ে গেছে। আগামী মাসে শুরু হতে পারে। আরেকটি ছবির চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে। আগামী বছরের শুরুর দিকে কাজ শুরু হবে। এছাড়া ‘এশা মার্ডার’ ছবির তিন-চার দিনের কাজ বাকি।