হলিউডের নতুন জুটি জেনডায়া-প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন কিংবা জেনডায়া- তাদেরকে আলাদা করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। সিনেমাপ্রেমী দর্শক তাদের চেনেন না, এমন হওয়ার কথা নয়। কারণ এই দুই তারকার ক্যারিয়ারে রয়েছে এমন কিছু ছবি, যা কালজয় করার আবেদন রাখে।
রবার্ট প্যাটিনসন ‘টোয়ালাইট’ সিরিজের সবকটি ছবির নায়ক। সেই সুবাদে তিনি দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছেন। তাছাড়া প্যাটিনসনকে বলা হয় সর্বকালের সেরা আবেদনময় তারকার একজন। ফলে তার নারী ভক্ত অন্য যে কোন অভিনেতার চেয়ে বেশি। মূলত রোমান্টিক হিরো হিসেবেই তিনি সবার মন জয় করেছেন। ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে পর্দায় এতোটাই বিশ্বাসযোগ্যভাবে রোমান্স করেছিলেন যে দর্শক তাদের ব্রেকআপে দারুণভাবে হতাশ হয়।
অন্যদিকে জেনডায়া নায়িকা হয়েছেন ‘স্পাইডারম্যান’ ছবিতে। টম হলান্ডের সঙ্গে তার রোমান্টিক রসায়ন দর্শক দারুণ পছন্দ করেছে। এছাড়া তার ঝুলতে রয়েছে ‘ডুন’-এর মতো ব্যবসাসফল সিনেমা।
এবার এই দুই রোমান্টিক তারকা একসঙ্গে আসছেন নতুন ছবিতে, তাও আবার রোমান্টিক সিনেমায়! ছবির নাম ‘দ্য ড্রামা’। এক জুটির সম্পর্কের চড়াই–উতরাই দেখানো হবে ছবিতে। বিয়ের ঠিক আগের দিন এক অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের। ছবিটি প্রযোজনা করছে স্টুডিও এটুয়েন্টিফোর। পরিচালনা করছেন নির্মাতা ক্রিস্টোফার বোরগ্লি।
বোরগ্লির সাথে ‘ড্রিম সিনারিও’-তে কাজ করেছে এটুয়েন্টিফোর। এই ছবিতে জেনডায়াকে নেয়ার ব্যাপারে আগ্রহী ছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি। রবার্ট প্যাটিনসনও যুক্ত হওয়াতে ছবিটিকে ঘিরে প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণে। এটি বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট।
তথ্যসূত্র: ডেডলাইন