‘আয়নাঘর’-এর প্রস্তাবই পাননি কেয়া পায়েল!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেয়া পায়েল । ছবি: ফেসবুক

কেয়া পায়েল । ছবি: ফেসবুক

বর্তমান সময়ের আলোচিত ঘটনা ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা জয় সরকার। এ সিনেমার ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও নির্মাতা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন নায়িকা হিসেবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে নেবেন।

কারণ তার প্রথম সিনেমা ‘ইন্দুবালার’ নায়িকা ছিলেন কেয়া পায়েল। ফলে তার সঙ্গে জয়ের বোঝাপড়া বেশ ভালো। এজন্য কেয়া পায়েলকে নিয়েই সিনেমাটি বানাতে চেয়েছিলেন। তবে ‘আয়নাঘর’ সিনেমাটি নিয়ে কেয়া পায়েলের তেমন কোন আগ্রহ নেই সেটা তার কথায় স্পষ্ট।

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, ‘আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি। কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারও আলোচনা হয়নি। আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেওয়া আছে নির্মাতাদের। কদিন পরেই নাটকের শুটিং করতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে।’

 কেয়া পায়েল । ছবি: ফেসবুক

এই অভিনেত্রী আরও জানান, আগামী মাসে তিনটি নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সব কটি নাটক পরিচালনা করবেন ওসমান মিরাজ, সহশিল্পী ফারহান আহমেদ জোভান। দেশে ফেরার পরেই আরও কয়েকটি নাটকের শুটিং করার জন্য শিডিউল দেওয়া আছে পায়েলের।

বিজ্ঞাপন

‘আয়নাঘর’ সিনেমার গল্প ও চিত্রনাট্য পছন্দ হলে অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের জবাবে পায়েলের উত্তর, ‘এই মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। ছোট পর্দাতেই ভালো সময় পার করছি।’

বিষয়টি নিয়ে পরে নির্মাতা জয় বলেন, ‘এখনো কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি। সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। আয়নাঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই। আমি চাই, সত্যটা উঠে আসুক। শিগগির অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসব শিডিউল নিতে।’

 কেয়া পায়েল । ছবি: ফেসবুক

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আলোচনায় এসেছে ‘আয়নাঘর’। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। সম্প্রতি সেখান থেকে মুক্তি পাওয়া মানুষগুলোর গল্প শুনে পুরো দেশ প্রায় স্তম্ভিত হয়ে আছেন।