কলকাতায়ও তুমুল আন্দোলন, যোগ দিচ্ছেন তারকারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঋতুপর্ণা সেনগুপ্ত, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেব ও সোহিনী সরকার

ঋতুপর্ণা সেনগুপ্ত, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেব ও সোহিনী সরকার

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পুরো রাজ্য। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদের ডাক দিয়েছিলেন রিমঝিম সিংহ নামের এক নারী। যৌক্তিক সেই প্রতিবাদের ডাক সবার কানে নয় হৃদয়ে গিয়ে লেগেছে।

তারই ধারাবাহিকতায় আজ মধ্যরাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেন হাজার হাজার নারী। যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডে এই কর্মসূচীতে অংশ নেবেন কলকাতার জনপ্রিয় তারকারা। শুধু নারী তারকারাই নয়, অঞ্জন দত্ত, কমলেশ্বর মুখার্জির মতো পুরুষ তারকারাও ন্যায়ের পক্ষে দাঁড়াতে আজ রাস্তায় নামবেন।

বিজ্ঞাপন

এই ঘটনার শুরু থেকেই দারুণ সরব কলকাতার প্রখাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকাররা। শুধু তাই নয়, সেখানকার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও অঙ্কুশ হাজরা এই আন্দোলনকে সমর্থন করেছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে।

কমলেশ্বর মুখার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল রায়চৌধুরী

অঞ্জন দত্ত আনন্দবাজার পত্রিকাতে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বলেছেন, ‘এই শহরটাকে আর ভাল লাগছে না। আজ আমার ভয় করছে! আমার পরিবারের জন্য ভয় করছে। আমি একজন স্বামী হিসেবে চিন্তিত, একজন বাবা হিসেবে চিন্তিত, একজন শ্বশুর হিসেবে চিন্তিত। সমস্ত বিষয়ের মধ্যে এখন রাজনীতি ঢুকে যাচ্ছে! অপরাধকে আড়াল করতে চাইতে ক্ষমতা। এই রকম দুর্নীতি আমি কিছুতেই কল্পনা করতে পারছি না। হতে দেওয়া যাবে না। এই অব্যবস্থা চলতে পারে না। ধৈর্যের বাঁধ ভেঙেছে রাজ্যবাসীর। আমার কলকাতা চুপ থাকতে পারে না। আগামীকাল স্বাধীনতা দিবস। তার আগেই এ রকম প্রতিবাদ সত্যিই শহর কলকাতা তথা এ রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে রয়ে যাবে।

বিজ্ঞাপন

পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর মতে, ‘আরজি কর-কাণ্ডে পুলিশের প্রাথমিক পদক্ষেপ এবং ব্যর্থতা সাধারণ মানুষ ও কর্মরত চিকিৎসকদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি করেছে। সিবিআই-এর কাছে তদন্তভার গিয়েছে, ভাল কথা। কিন্তু তারাও কি খুব বিশ্বাসযোগ্য? গত তিন-চার বছরের পরিসংখ্যান দেখলে এই প্রশ্নই উঠতে পারে।’ শহর কলকাতার বুকে এ রকম ঘটনা ঘটলে, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের সঙ্গে কী ঘটতে পারে, তা ভেবে শঙ্কিত ইন্দ্রনীল।

দিতিপ্রিয়া রায়, অঙ্কুশ হাজরা ও অপরাজিতা আঢ্য

অভিনেত্রী দিতিপ্রিয়া রায় শুরু থেকেই এই উদ্যোগের সঙ্গে যুক্ত। তিনি আনন্দবাজারকে বলেছেন, ‘যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু আমরা চাইছি, যাতে অন্য কারও মুখ দিয়ে প্রকৃত সত্য আড়াল না করা হয়। যারা এই ঘৃণ্য কাজে মদত দিয়েছে, তাদেরও যেন কঠোর শাস্তি হয়।’

জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর প্রশ্ন, অধিকাংশ সময়ে সমাজে মহিলাদের কেন তাদের পোশাক বা চালচলন নিয়ে সমালোচিত হতে হয়। দিনের পর দিন তো এটাই দেখছি। মহিলাদের পাশাপাশি একটি শিশুকেও তো ধর্ষণ করা হচ্ছে। এটা আমাদের প্রত্যেকের লড়াই এবং আজকে আমরা কেউ নিজেদের সুরক্ষিত মনে করছি না! ভেবে খারাপ লাগছে, যে রাজ্যে আমরা ঘটা করে দুর্গাপুজো করি, যেখানে মায়ের আরাধনা করি, আজকে সেখানেই মহিলাদের সঙ্গে এ রকম ঘটনা ঘটে গেল।’

দেব আর রুক্মিনী মৈত্র

দেব আর অভিনেত্রী রুক্মিনী মৈত্র এখন বিদেশে অবস্থান করছেন। তবে সোশ্যাল মিডিয়ায় সংঘবদ্ধভাবে আরজি করকাণ্ডের প্রতিবাদ জানানোর আর্জি জানালেন তিনি। একইসঙ্গে পিছিয়ে দিলেন তার পুজোর সিনেমা ‘খাদান’-এর ঝলক মুক্তির সম্ভাব্য তারিখও। তার বক্তব্য, ‘এই মুহূর্তে বাকিদের মতো তার এবং তার দলেরও একমাত্র লক্ষ্য, মৃত এবং তার পরিবার যেন ন্যায্য বিচার পান। অভিযুক্ত যেন কড়া শাস্তি পায়। তিনি এবং টিম ‘খাদান’ মৃতের পরিবারের পাশে রয়েছেন।’

তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত

অভিনেতা তথাগত মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘জীবদ্দশাতে প্রথমবার ‘স্বাধীনতা’ শব্দের রূপ চাক্ষুষ করব গোটা পশ্চিমবাংলা জুড়ে। শুধু মৃত্যুর বিরুদ্ধে নয়, শুধু অত্যাচারের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধেও। দেখা হচ্ছে কোথাও না কোথাও।”

অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, ‘১৪ অগস্টের এই রাতে সকলে যাতে মানুষের পরিচয়ে আসেন। কোনও রকম দলীয় পতাকা ব্যাতীত থাকুক মেয়েদের রাত দখল।’

কলকাতার এই ঘটনা নাড়িয়ে দিয়েছে বলিউড তারকাদেরও। বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘কলকাতার সরকারি হাসপাতাল আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া এক তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা সত্যিই ভয়াবহ ও ভয়ঙ্কর। ওই মহিলা চিকিৎসকের অর্ধ-নগ্ন দেহ সেমিনার হলের ভিতরে পাওয়া গিয়েছে। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

স্বরা ভাস্কর ও কঙ্গনা রানাউত

প্রায় একই ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বলিউডের মেধাবী অভিনেত্রী স্বরা ভাস্করও। তার বার্তা, ‘আরজি কর-কাণ্ড দেখিয়ে দিল, সমাজ নারীদের এখনও কী চোখে দেখে। এমন মর্মান্তিক ঘটনা যে কোনও বয়সের নারীর পক্ষেই অবমাননাকর। যে নারী চিকিৎসা পরিষেবার মাধ্যমে সেবাকাজে যুক্ত তারও রেহাই নেই!’

বাংলার এই প্রতিবাদের যাক ছড়িয়ে পড়েছে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরি, দিল্লি ও ব্যাঙ্গালুরুতে। আজ রাত সাড়ে ১১টায় কলকাতার একাধিকস্থান সহ এসব জায়গায় মহিলারা রাত দখলে রাস্তায় নামবেন।