বন্যার্তদের পুনর্বাসনের জন্য ‘ঢাকা রক কার্নিভাল’

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যান্ডদল ‘শিরোনামহীন’ ও ‘অ্যাভয়েড রাফা’ গাইবে ‘ঢাকা রক কার্নিভাল’-এ

ব্যান্ডদল ‘শিরোনামহীন’ ও ‘অ্যাভয়েড রাফা’ গাইবে ‘ঢাকা রক কার্নিভাল’-এ

দেশে একের পর এক অস্থির অবস্থার কারণে অনেক দিন ধরেই শোবিজের কাজ কর্ম বন্ধ ছিলো। আস্তে আস্তে সেই জট খুলছে। তাই প্রতিদিনই নতুন নতুন আয়োজনের খবর আসছে। তেমনি একটি আয়োজন ‘ঢাকা রক কার্নিভাল: স্বাধীন বাংলা বেতার’ কনসার্ট।

সম্প্রতি বন্যার্তদের সহযোগিতায় ছোট পরিসরে কিছু কনসার্ট হয়েছে। তবে ৬ সেপ্টেম্বর বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট। ইউনাইটেড কমিউনিকেশনসের এই আয়োজন হবে ঢাকার ১০০ ফিটে অবস্থিত গ্রিনভিল আউটডোরে।

বিজ্ঞাপন

এতে ১১ টি ব্যান্ডদল পারফর্ম করবে বন্যার্তদের পুনর্বাসনের জন্য অর্থ সংগ্রহ করতে। কনসার্টে নগদ অর্থের পাশাপাশি সংগ্রহ করা হবে অন্যান্য ত্রাণ সামগ্রী।আপনার টিকিট সংগ্রহ করে ফেলুন আজই।

পারফরম করবে ‘শিরোনামহীন’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাভয়েড রাফা’, ‘অ্যাশেজ’, ‘পাওয়ারসার্জ’, ‘কার্নিভাল’, ‘হাইওয়ে’, ‘ওউনড’, ‘আপেক্ষিক’ ও ‘আফটারম্যাথ’। এ ছাড়া একক পরিবেশনায় থাকবেন এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং। টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরক-এ।

বিজ্ঞাপন