ছোটপর্দার অভিনেতা আরশ খান সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত। অভিনয় দিয়ে যতোটা আলোচনায় এসেছেন তার চেয়ে ঢের ব্যক্তিগত জীবন নিয়ে। তাকে নিয়ে হইচই শুরু হয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের সঙ্গে বিবাদে জড়ানোর পর। চমকের অভিযোগ ছিলো, আরশ তার কাছে অনৈতিক সুবিধা চেয়েছেন!
এরপর আরশ খান আলোচনায় আসেন আরেক অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠলে। অতি সম্প্রতি ছাত্র আন্দোলনে রাজপথে নেমে এবং বন্যার্তদের সাহায্য করতে ছুটে যাওয়ার জন্যও প্রশংসা কুড়ান তিনি।
বিজ্ঞাপন
এদিকে, আবারও আলোচনায় এসেছে আরশ খান আর তানিয়া বৃষ্টির সম্পর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, ‘একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। এ ছাড়া দুজনের বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।’
এ প্রসঙ্গে আরশ খানও মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছু দিন আগে দেখলাম আমাকে ভাই-ব্রাদার টাইম বলেছে, আমি বলবো বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি!’
এদিকে আরশ খানের মা অভিনেত্রী নীলা ইসলাম ছেলের বিয়ের কথা ভাবছেন। মায়ের পছন্দেই বিয়ে করতে চান এই অভিনেতা। তিনি স্পষ্ট বলেছেন, মা যে মেয়েকে পছন্দ করবেন তাকেই বিয়ে করবেন।
দেশের অন্যতম মেধাবী অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। কাজের ক্ষেত্রে ভীষণ চুজি। কিন্তু সে কাজটি ধরেন তাতে তার নিমগ্নতা অন্যদের জন্য অনুকরণীয়। এই তারকা এখন দূর্গা পূজা কাটাচ্ছেন গ্রামের বাড়ি খুলনায়। আজ মহাষষ্ঠীতে থাকলো মৌটুসীর সাবেকি ডিজাইনের শাড়ি আর গয়নার এক্সক্লুসিভ পূজার ফটোশুট। সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণ
মৌটুসী বিশ্বাস: এক কথায় অনবদ্য। আমি যেমনটি আশা করেছিলাম তেমনি কাজটি। এর পেছনে আপনি অনেক শ্রম ও মেধা ব্যয় করেছেন। তাছাড়া অনেকদিন পর আমার প্রিয় ফটোগ্রাফার নূরকে পেয়েছি। সবমিলিয়ে দারুণ একটি টিমওয়ার্ক ছিলো। যদিও বৃষ্টি আমাদের বেশ ভুগিয়েছে। এজন্য সকাল থেকে প্রায় সন্ধ্যা অবধি শুট করতে হয়েছে। আমি খুব একটা শুট করি না। পূজার জন্য শুট তো আরও কম করা হয়। বেশ কয়েক বছর আগে পূজার একটি শুট করেছিলাম কাশবনে, সেটিও খুব প্রশংসা পেয়েছিলো।
এ বছর দেখলাম অনেকেই কাশবনেই পূজার শুট করছে। তাই আমরা এমন একটি লোকেশন বেছে নিতে চাইলাম যেটি আর কেউ করেনি এ বছর। লালবাগ কেল্লার প্রাচীন নিদর্শনের ওপরই আস্থা রাখলাম। সব মিলিয়ে আমি খুব উপভোগ করেছি।
মাসিদ রণ: পূজায় আপনার সাজ পোশাক নিয়ে জানতে চাই...
মৌটুসী বিশ্বাস: আমি খুব একটা সাজ পোশাক পছন্দ করি না। কম্ফোর্টেবল লাগে এমন জিনিসই পরি। সেক্ষেত্রে পূজায় প্রথম পছন্দ সুতি শাড়ি। এবার দু খানা সুন্দর শাড়ি উপহার পেয়েছি। আমিও উপহার দিয়েছি কাছের মানুষদের। পূজা বলেন আর যে কোন ব্যক্তিগত উপলক্ষ্য বলেন, আমি কখনোই মনে করি না আমি একজন অভিনেত্রী, আমাকে ওই ইমেজ বহন করতে হবে সবসময়। ক্যামেরার বাইরে আমি অতি সাধারণ।
তবে এই যে আপনাদের সঙ্গে পূজার ফটোশুট করলাম, আমি যদি সব সময়ের মতো আটপৌরে অবস্থায় ক্যামেরার সামনে চলে আসি সেটি কিন্তু ভালো উদাহরণ নয়। ক্যামেরার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে আমার সাজ পোশাকে ভুল কোন বার্তা না ফুটে ওঠে। আজকের সাজে পূজার আমেজ ঠিকঠাকভাবে ফুটে উঠেছে। একইসঙ্গে ছবিগুলো দেখে হয়ত কেউ কেউ মোটিভেটেড হতে পারে। এজন্য আমি পূজার একেবারে সাবেকি ডিজাইনের অফ হোয়াইট শাড়ি উইথ লাল পাড় বেছে নিয়েছি। গয়নায়ও রয়েছে ঠাকুর বাড়ির সাবেকীয়ানা। সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে গয়নার মোটিয়ে আমাদের বাঙালির ঐতিহ্যবাহী জামদানির নকশা করা। শাড়ির জন্য ‘সিরিমোনিয়াল অ্যাটায়ার’ আর গয়নার জন্য ‘পস গ্যালারি’কে ধন্যবাদ। আজ মেকাপ করেছে একদম তরুণ একটি ছেলে, ওর নাম নূর।
মাসিদ রণ: এবারের পূজা কেমন কাটছে?
মৌটুসী বিশ্বাস: জন্মসূত্রে সনাতন ধর্মের মানুষ আমি, ফলে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে একটা আনন্দ তো কাজ করেই মনের কোনে। এ সময় ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাবা-মায়ের চাকরী সূত্রে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতাম। তাই বেশিরভাগ পুজো কেটেছে চট্টগ্রামের রামকৃষ্ণ মিশনে। তবে বাবা-মায়ের চাকরীজীবন শেষ হয়ে যাওয়ায় গত কয়েক বছর পুজো কাটাই গ্রামের বাড়ি খুলনায়। এবারও খুলনায় এসেছি পুজো করতে। তবে এবার সত্যি বলতে নানা কারণে আমার পূজার আনন্দটা বেশ ফিকে লাগছে।
প্রথম এবং প্রধান কারণ হলো- এ বছরই প্রথম ‘বাবা’ ছাড়া পূজা কাটাতে হচ্ছে। গত বছরও বাবা পূজার সময় আমার সঙ্গে ছিলেন বা বাবার সঙ্গে আমি ছিলাম। একদম সুস্থ সবল মানুষ ছিলেন, বার্ধক্যজনিত কিছু সাধারণ সমস্যা ছাড়া তেমন কিছু ছিলো না তখন। অথচ বছর ঘুরতে না ঘুরতেই তিনি আমাকে একা করে চলে গেলেন না ফেরার দেশে। যেহেতু আমার আর কোন ভাই বোন নেই, তাই বাবা আমার ওপরেই সব দায়িত্ব দিয়ে গেছেন। আমি চেষ্টা করেছি সবটা পালন করতে।
মাসিদ রণ: পূজার রঙ ফিকে হওয়ার আর কি কারণ রয়েছে?
মৌটুসী বিশ্বাস: আজ মহাষষ্ঠী, এখনো দেশের মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন করছে। এটা দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু পূজা শুরুর আগেই দেশের বেশকিছু জেলায় প্রতিমা ভাঙার খবরে মনটা প্রচণ্ড খারাপ হয়েছে।
এছাড়া শুনেছি রাজধানীর বেশকিছু এলাকায় দীর্ঘদিন পূজা মণ্ডপ হলেও এবার নাকি তা করতে দেওয়া হয়নি। এটা তো সংখ্যালঘুদের ওপর এক ধরনের অন্যায়। এসব আমাকে পীড়া দিয়েছে। মনে হয়েছে আমাদের সম্প্রীতির যে ঐতিহ্য, সেটি কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তবে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ বিশে^র বুকে অসাম্প্রদায়িক দেশের অনন্য উদাহরণ গড়বে।
মাসিদ রণ: জনপ্রিয় ধারাবাহিক ‘একান্নবর্তী দিয়ে অভিনয়জীবন শুরু। এরপর ‘ব্যাচেলর’সহ একাধিক সিনেমা, অনেক নাটক ও থিয়েটার চর্চা। কিন্তু আজকাল আপনি একদম পর্দায় নেই। কেন?
মৌটুসী বিশ্বাস: অভিনয়টা গত কয়েক বছর যাবত শুধুই ভালোলাগা থেকে করি। অভিনয় এখন আর আমার পেশা নয়। তবে একটা সময় এটাই ছিলো পেশা। কিন্তু পেশাদার অভিনয়শিল্পী হতে গেলে আমাদের দেশে কাজের মান ধরে রাখা সবার পক্ষে সম্ভব নয়। তাই এখন অভিনয়কে শুধুই পেশা হিসেবে দেখি না। কর্মসূত্রে নতুন পরিচিতি যোগ হয়েছে। বাবার ফার্মিং দেখাশোনা করছি এটা অনেকেই জানেন, সেই সাথে আরো একটি কাজে ভীষণ ব্যস্ত সময় পর করছি গত এক বছর ধরে। তাছাড়া সংসার আছে, সেখানে সময় দেয়ার কথা আলাদা করে বলার কিছু নেই। সব মিলিয়ে নিজেকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখি। কিন্তু যেনতেন চিত্রনাট্য আসলেই রাজী হয়ে যাই না।
এরমধ্যে বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু কোনটিই মনঃপুত হয়নি। যে দু-একটা কাজের কথা এগিয়েছে তা ফাইনালি ব্যাটে-বলে মেলেনি বলে করিনি। তবে সামনে একটা ইন্টারেস্টিং কাজ আসছে। এখনই প্রযোজনা সংস্থা থেকে এ নিয়ে কিছু বলতে নিষেধ আছে।
প্রায় প্রতিদিনের মতো আজও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে চলমান ঘটনা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তার আজকের বিষয়, ‘চলচ্চিত্রবিষয়ক কমিটি’। এক কথায় বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় সম্প্রতি গঠিত হওয়া চলচ্চিত্র বিষয়ক যতগুলো কমিটি হয়েছে তার গঠনমূলক সমালোচনা করেছেন এই নির্মাতা।
বলে রাখা ভালো, এই কমিটিগুলোতে মূলত ফারুকীর অনেক কাছের মানুষজন রয়েছেন। তারপরও তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে কমিটিগুলোর সমালোচনা করায় পোস্টের কমেন্ট বক্সে তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
ফারুকী লিখেছন, ‘‘চলচ্চিত্রবিষয়ক যতগুলো কমিটি হয়েছে তার মধ্যে ‘পরামর্শক’ কমিটিই আমার বিবেচনায় সবচেয়ে ভালো হয়েছে। বাকী কমিটিগুলোতে (চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড, শিল্পী কল্যাণ ট্রাস্ট, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটিসহ একাধিক কমিটি সম্প্রতি গঠিত হয়েছে) যোগ্য লোক যেমন আছে, কিছু বিস্ময়কর নামও আছে। এই সমালোচনাটা করে রাখা দরকার যাতে সরকার বুঝতে পারে। না হলে আগের আমলের মতো ‘কর্তা যা করেছেন মাইরি’ সিচুয়েশন বানিয়ে ফেলবো আমরা।’’
এইসব কমিটিতে আরও কারা থাকতে পারতো না উল্লেখ করে ফারুকী লিখেছেন, ‘আমার বিবেচনায় এখানে আরো কিছু অংশীজন থাকা উচিত ছিলো। যেমন ফাহমিদুল হক, বিধান রিবেরু, অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, নুহাশ হুমায়ুন। স্বচ্ছতার জন্য বলে নেয়া ভালো, আমাকে অনুরোধ করা হয়েছিলো পরামর্শক এবং আরেকটা কমিটিতে থাকার জন্য। আমি ব্যক্তিগত কারণে থাকতে চাইনি। এখন যাদের নাম উল্লেখ করলাম তারা থাকতে অপারগতা জানিয়েছে কিনা আমি জানি না।’
তিনি আরও লেখেন, ‘আমার বক্তব্য থাকবে- এই পরামর্শক কমিটি থেকে পরামর্শ যা যাবে তা যেনো অংশীজনরাই তৈরি করে দেন। সরকারী কর্মকর্তারা কেবল এক্সিকিউশনের দিকটা দেখা উচিত। নীতি প্রণয়নে তারা হাত না দেয়াই ভালো হবে কারন তারাতো আমাদের সমস্যা এবং প্রয়োজনটা জানেন না।’
এরপর কিছু পরামর্শ দিয়েছেন এই নির্মাতা। তিনি লিখেছেন, ‘এখানে আরেকটা কথা যোগ করতে চাই। শিল্পকলা একাডেমির জমি আছে মোটামুটি দেশ জুড়েই। কমপক্ষে ৩০ জেলায় শিল্পকলার জায়গায় মাল্টিপ্লেক্স করে সেটা দরপত্রের ভিত্তিতে প্রাইভেট ব্যবস্থাপনায় ছেড়ে দেয়া যেতে পারে। যেহেতু আমাদের জাতিগত দুর্নাম ‘আমরা শুরু করি, অব্যাহত রাখি না’, সেহেতু এই সব মাল্টিপ্লেক্সকে মনিটরিংয়ে রাখতে হবে এর মেইনটেনেন্স ঠিকঠাক হচ্ছে কিনা। না হলে লিজ বাতিলের শর্ত থাকতে হবে। এখন ঝামেলা হলো শিল্পকলা সংস্কৃতি মন্ত্রনালয়ের অধীন আর সিনেমা-টিভি-ওটিটি তথ্য ও সম্প্রচারে। এই দুই মন্ত্রনালয়ের সমন্বয় করে হলেও এটা করা দরকার।’
ফারুকী যেহেতু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনেক অভিজ্ঞতা সঞ্জার করেছেন তারই প্রেক্ষিতে লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হচ্ছে ফিল্ম ফান্ড এবং সাপোর্ট সিস্টেম। আমাদের সামনে বুসান, সানড্যান্স, বার্লিন, রটারডাম, ফিল্মবাজার স্ক্রিন রাইটার্স ল্যাবের উদাহরণ আছে। আমি মনে করি পরামর্শক কমিটির উচিত অনুদান প্রথাতে আমূল পরিবর্তন আনা। ৫০ ভাগ ছবি ফার্স্ট এন্ড সেকেন্ড টাইম ফিল্মমেকারদের জন্য বরাদ্দ থাকা উচিত। এই ৫০ ভাগের মাঝে কমপক্ষে অর্ধেক নারী ফিল্মমেকারদের জন্য থাকা উচিত। তো এই নতুন পরিচালকদের স্রেফ ফান্ড দিয়েই হাত গুটিয়ে ফেলা যাবে না। স্ক্রিন ল্যাবের মতো ইনকিউবিটরে লোকাল এবং ইন্টারন্যাশনাল মেন্টর দিয়ে এদের সহায়তা করতে হবে।’
পাশাপাশি অনুদান পলিসি নিয়ে সিরিয়াসলি ভাবার পরামর্শ ফারুকীর। তিনি এ প্রসঙ্গে লিখেছেন, ‘আমরা কোন ধরনের ছবিকে অনুদান দিবো? ইরানের মতো সোশ্যালি রিলেভ্যান্ট এবং ইমপ্যাক্টফুল স্টোরিটোলিং? নাকি কোলকাতা আর্টহাউজের দুর্বল ফটোকপি? নাকি বেলা তারের মতো ছবি? আমার বিবেচনা হচ্ছে আমাদের এখানকার মানুষ, তাদের সম্পর্ক, আবেগ, পাগলামো এসব মিলিয়ে আমাদের আশেপাশে নিজস্ব গল্প এবং চরিত্রেরা হেঁটে বেড়াচ্ছে। এইসব নিয়ে সোশ্যালি রিলেভ্যান্ট ছবির সংখ্যা বাড়লেই আমরা সত্যিকারের বাংলাদেশী নিউ ওয়েভ হতে পারবো।
একই সাথে পরামর্শক কমিটির উচিত অনুদান কমিটি পূনর্গঠন করা। নতুন পলিসির আলোকে যারা এটা এক্সিকিউট করতে পারবে তাদের রাখা উচিত। দেখেন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ। এখন যে অনুদান কমিটি করা হয়েছে সেখানে এক দুই জন যোগ্য লোক থাকলেও এটা অনেকটাই আওয়ামী লীগ আমলের মতোই ব্যাকডেটেড কমিটি। আর এই কমিটির কে কিভাবে ফ্যাসিবাদের কালচারাল উইংয়ের ফুটসোলজার ছিলো সেই আলাপে গেলাম না।
আমি মনে করি এই কমিটিতে থাকা উচিত ছিলো তাদের যাদের সারা দুনিয়ায় এই কাজগুলো কিভাবে হচ্ছে সেটার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে। বিদ্যমান কমিটির যোগ্য দুয়েকজনের পাশাপাশি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, নুহাশ হুমায়ুন, আরিফুর রহমান, তানভীর হোসেন, সালেহ সোবহান অনীম, আদনান আল রাজীব, কামার আহমেদ সায়মন, হোমায়রা বিলকিস এদের মধ্য থেকে কেউ কেউ থাকলে আমরা একটা ফরওয়ার্ড লুকিং ভিশন পেতাম।
অনেকে ভাবতে পারেন আমি ব্যক্তির উপর কেনো গুরুত্ব দিচ্ছি। দিচ্ছি কারণ ব্যক্তির কারনেই আকাশ পাতাল পার্থক্য রচিত হয়। মোহাম্মদ আযম আর মিডিওকার কোনো রাম-শ্যাম এক জিনিস না। সৈয়দ জামিল আহমেদ আর লাকী এক জিনিস না।’
দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর কোন খবর নেই। তাই সম্প্রতি অনেক গণমাধ্যম প্রচারও করেছে নিশো কি তবে হারিয়ে গেলেন শিরোনামের খবর।
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে। ফলে সিনেমায় নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এরপর এই নায়ককে আর কোন ছবিতে যুক্ত হতে দেখা যায়নি। নাটক আর ওটিটির কাজ থেকেও ছিলেন দূরে।
এই যখন পরিস্থিতি তখনই এই তারকার নতুন কাজের খবর সামনে এলো। এ বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন নিশো। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী কোরবানির ঈদে।
এ বছরের মে মাসে ভারতের এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা আসে। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি পরিচালনা করবেন শিহাব শাহীন।
তবে সিনেমার নাম এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সপ্তাহখানেক পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম।
নিজের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে সিনেমা পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। এবার তিনি হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমায়।
জানা গেছে, কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ও তার দল। যেকোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা।
তবে সিনেমাটি নিয়ে তাদের কিছু পরিকল্পনা আছে জানিয়ে শিহাব শাহীন বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাব।’
জানা গেছে, এ বছর সিনেমার শুটিং শুরু হবে। শুটিং শেষ করেই পোস্ট প্রোডাকশনের কাজে নেমে পড়বেন নির্মাতা ও তার দল। কারণ, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান তারা।
এ বছর বলিউডের সবচেয়ে তারকাবহুল সিনেমা রোহিত শেঠীর ‘সিংহাম এগেইন’-এর ট্রেইলার প্রকাশিত হয়েছে। আসল সিংহাম অজয় দেবগন থেকে শুরু করে কারিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, রবি কিষাণ, শে^তা তিওয়ারি- এতো এতো বড় তারকা এক ছবিতে অভিনয় করেছেন। এতে ক্যামিও চরিত্রে দেখা যাবে মেগাস্টার সালমান খানকেও।
গতকাল (৮ অক্টোবর) মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতীক্ষিত ছবি ‘সিংহাম এগেইন’-এর ট্রেলার উন্মোচন করা হয়। প্রথমে গুঞ্জন ছড়ায়, দীপিকা পাড়ুকোনকে মা হওয়ার পরে এই অনুষ্ঠানেই প্রথম ক্যামেরার সামনে দেখা যাবে। কিন্তু এদিন আসেননি অভিনেত্রী। এসেছিলেন তার স্বামী রণবীর সিংসহ ছবির অন্য তারকারা।
এ অনুষ্ঠানে রণবীর জানিয়েছেন ‘সিংহাম এগেইন’-এর এক তারকার প্রতি তার ক্রাশ খাওয়ার কথা। তবে তিনি তার স্ত্রী দীপিকা নন! সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটাগরিকেরা রসিকতা করে বলেছেন, ইনিই কি তা হলে দীপিকার সতীন?
রণবীর জনসমক্ষে জানান, প্রথমবার আমি আমার ম্যান-ক্রাশের সঙ্গে অভিনয় করেছি। তিনি টাইগার শ্রফ। ও আমাকে বিস্মিত করে। আমি ওর বড় ভক্ত। টাইগারের মতো দক্ষ আর কেউ নেই এই পৃথিবীতে। ও মাইকেল জ্যাকসনের মতো নাচতে পারে আর ব্রুস লির মতো লড়াই করতে পারে। আমি ওর সঙ্গে একই পর্দায় আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি।
রণবীরের মুখে টাইগারের এই ভূয়সী প্রশংসা শুনে অবাক নেটাগরিক। অভিনেতাকে প্রায়ই নিজের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। তাই নেটাগরিকেরা মজা করে লিখেছেন, ‘দীপিকা আসেননি। তাই অন্য কারও প্রশংসা? দীপিকার কপালে হয়তো একজন সতীন জুটল।’
‘সিংহাম এগেইন’-এ পুলিশ অফিসার সত্যের চরিত্রে অভিনয় করেছন টাইগার শ্রফ। অজয় রয়েছেন বাজিরাও সিংহাম চরিত্র, কারিনা তার স্ত্রীর ভূমিকায়, লেডি সিংহাম হয়েছেন দীপিকা, অক্ষয়কে দেখা যাবে সূর্যবংশী চরিত্রে আর রণবীর কাপুর আগের মতো সিম্বা চরিত্রে অভিনয় করেছেন। ভিলেন হিসেবে দেখা যাবে অর্জুন কাপুরকে।