আসাদুজ্জামান নূরকে গ্রেফতারে ১১ সংগঠনের প্রতিবাদ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর

দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনয় ও আবৃত্তিশিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদ সদস্য আসাদুজ্জামান নূরকে গত রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। মিরপুরের একটি হত্যা মামলায় তার সংযোগ রয়েছে এমন অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন।

আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করায় দেশের সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ বিস্মিত ও উদ্বিগ্ন হয়েছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মাধ্যমের ১১টি সংগঠন এই গ্রেপ্তরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

গতকাল এই লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে সংগঠনগুলো। একইসঙ্গে নূরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে।

আসাদুজ্জামান নূর

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।

বিজ্ঞাপন