আপনারা ঝগড়া করবেন আর তারা গীটার বাজাবে: ফারুকী
শুধু সিনেমা বা শোবিজ নয়, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফলে বিপ্লব আর বিজয়ের পরেও তার কণ্ঠ স্বস্তিতে চুপ নেই। প্রতিনিয়ত তিনি সরকার ও রাজনীতির নানান প্রেক্ষাপটে নিজের মন্তব্য তুলে ধরছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দুটি পোস্ট করেছেন এই তারকা নির্মাতা। তারমধ্যে একটি স্ট্যাটাসের শিরোনাম ‘একটি গীটারের কথা’। সেখানে তিনি লিখেছেন, ‘ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশছাড়া করেছে। এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিওবা নাও করে, অ্যাট লিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দিবে। আপনারা ঝগড়া করবেন আর তারা গীটার বাজাবে। আপনারা যতো বিরোধে জড়াবেন তারা ততো আনন্দে গীটার বাজাবে। এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা পরস্পর বিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন নাকি উনাকে গীটার বাজাতে দিবেন। শুভরাত্রি।’
এরপর আজ দুপুরে তিনি আরও একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলতে চাইছেন, যে বিপ্লবের মাধ্যমে বিজয় হলো, এখন সেটির মালিকানা দাবি করছেন অনেকেই।
এর কারণটাও ব্যাখ্যা করলেন এই নির্মাতা। বললেন, ‘যেহেতু বিপ্লবে স্টেকহোল্ডার ছিলো অনেক। সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করতো।’
এটি যে স্টেকহোল্ডারদের ঠিক ভাবনা নয় সেটিও মনে করিয়ে দিলেন। বললেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনও বিশেষ মতাদর্শের পক্ষে ম্যান্ডেট প্রদান করেনাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’
ফারুকী মনে করেন, নিজের মতবাদ বা মতাদর্শ রাষ্ট্রের ওপর না চাপিয়ে জনগণের কাছে যেতে। অর্থাৎ জনগণের ভোটাধিকারের প্রতিই জোর দিয়েছেন নির্মাতা। তার ভাষায়, ‘এখন যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কী রকম করতে চান, এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে, কাদেরটার পক্ষে তারা আছে। ক্লিয়ার?’
প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী এ বছর প্রশংসা কুড়ান নিজের নির্মাণে ও অভিনয়ে ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’র জন্য। তবে লম্বা সময় হতাশায় আছেন তার ‘শনিবার বিকেল’ সেন্সরে আটকে থাকার কারণে।