অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে যে কটি ছবি পড়ে তারমধ্যে একটি ছিলো ইকবাল হোসাইন চৌধুরী’র চলচ্চিত্র ‘বলী (দ্য রেসলার)। এই ছবিটিকেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৭তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচন করা হয়েছে।
গত ১ অক্টোবর রাতে চলচ্চিত্রটি দেখার পর ‘বলী (দ্য রেসলার)’কে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। পিপলু আর খানের প্রযোজনায় বলী (দ্য রেসলার) ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।
বিজ্ঞাপন
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি।
বছরের শেষ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা। এরমধ্যে এক সপ্তাহের ব্যবধানে সিনেমা হলে আসছেন জনপ্রিয় দুই তারকা জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী।
আর দুই দিন পর অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর। ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় এলোমলো হয় তার জীবন। তাকে লড়াই করতে হয় সমাজ, প্রচলিত পদ্ধতি, নিয়মের বিরুদ্ধে। বিশৃঙ্খল এই শহরে সমস্যাগুলো যেন তার জন্যই অপেক্ষা করছিল। এই শহর, এই শহরের মানুষ বিত্তশালীদের এমন সমস্যার সম্মুখীন করায় না। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্রিয় মালতী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। নির্মাতা বলতে চেয়েছেন, মানুষের অস্তিত্ব শুধু ডেথ সার্টিফিকেট ও ময়না-তদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।
অন্যদিকে, আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আকরাম খান পরিচালিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে আবেগঘন এক গল্পে নির্মিত এই সিনেমা দিয়ে দীর্ঘ নয় মাস পর প্রেক্ষাগৃহে ফিরছেন জয়া আহসান।
দুই নায়িকাই এখন তাদের আসন্ন সিনেমা নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি জয়া নিজের ফেসবুক পেজে তার সিনেমার পোস্টার ও টিজার শেয়ার করেছেন। সেখানে এক পোস্টে মন্তব্য করে জয়া আহসানের সিনেমার জন্য শুভকামনা জানান মেহজাবীন। সেখানে তিনি লিখেন, ‘বেস্ট উইশেস আপু’। সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। সেই মন্তব্যের উত্তরে জয়া আহসান জানালেন, তিনি মেহজাবীনকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন। লিখলেন, ‘তোমাকে বড় পর্দায় দেখার তর সইছে না।’
‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তিনি ছাড়াও এখানে রয়েছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
জুলাই আন্দোলন নিয়ে ‘কথা ক’ গানটি দিয়ে দারুণ আলোচনায় চলে আসেন র্যাপার সেজান। সেই সেজান এবার ‘প্রিয় মালতী’ সিনেমায় গেয়েছেন ‘এই শহর স্বার্থপর’ শিরোনামের একটি গান। গানটির সুর ও সংগীত করেছেন সেজান। গত ১৭ ডিসেম্বর প্রকাশ পায় গানটির টিজার। পুরো গানটি প্রকাশ পাবে আজ রাত ৮টা ৩০ মিনিটে চরকির ফেসবুক পেজ ও ইউটিউবে।
বলিউড সেনসেশন টাবু ৯০ দশক থেকে টিকে থাকা অল্প সংখ্যক অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি শুধু বলিউডের এ-লিস্টেড অভিনেত্রী নন, হলিউডেরও লিজেন্ডারি সব টপ ক্লাস সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার এই ঝুলিতে সম্প্রতি যুক্ত হয়েছে ডিউন ইউনিভার্সও।
ডিউন ইউনিভার্সের স্পিন অফ সিরিজ ডিউন প্রফেসি প্রকাশ পেয়েছে চলতি বছরেই। ২০২৪ সালের শেষভাগে প্রকাশ পাওয়া ‘ডিউন প্রফেসি’ সিরিজটি এখনও চলমান। সম্প্রতি সিরিজের ৫ম পর্ব প্রকাশ করা হয়। এই পর্বে সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে পর্দায় আসেন বলিউড অভিনেত্রী টাবু। সিরিজে বেশে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
টাবু অভিনীত সিস্টার ফ্রান্সেসকার চরিত্রটি দেরিতে পর্দায় এলেও, পুরো সিরিজের স্টোরি লাইনে গল্পের ধারাবাহিকতায় যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে জানা যায়। হিন্দি ভাষাভাষীর ভক্তরা দীর্ঘ অপেক্ষায় ছিল পর্দায় টাবুর আগমন দেখার জন্য। ডিউনের মতো সিনেমা ফ্রাঞ্চাইজির অংশ হিসেবে বলিউড অভিনেত্রীকে দেখা ভারতীয়দের জন্য গর্বের বিষয়।
ডিউন ইউনিভার্স বর্তমান হলিউডের আলোচিত এবং প্রশংসিত সিরিজ। ডিউন পার্ট ওয়ান আর টু সিনেমার ১০ হাজার বছর আগের গল্প দেখানো হয়েছে। ডিউন ফ্রাঞ্চাইজির সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ভিত্তি কীভাবে গড়ে উঠেছিল, সেই গল্পেই সাজানো হয়েছে ডিউন প্রফেসি। ‘সিস্টারহুড’ নামক সংস্থার অংশ সিস্টার ভ্যালা এবং সিস্টার টুলার গল্প বিস্তারিত দেখানো হয়েছে। মানবজাতির জন্য ভবিষ্যতের যে বড় হুমকি আসতে চলেছে তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী সাজানো হয়েছে।
সিরিজে নিজের চরিত্রকে গভীর এবং প্রভাবশালী বলেছেন টাবু। শো’য়ের প্রযোজক সাক্ষাৎকারে ফ্রান্সেসকার চরিত্রের জন্য টাবুকে বাছাই করার ব্যাপারে বলেন। তিনি জানান, টাবুর জন্য একটি কেন্দ্রীয় চরিত্র প্রয়োজন ছিল, যে গল্পের মূলে ভূমিকা রাখবে। ফ্রান্সেসকা এখন মার্ক স্ট্রংয়ের চরিত্র সম্রাট ডিউনকে বোঝাবে, যেন তাদের সন্তানকেও নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হয়। এছাড়া বলিউডের কিংবদন্তী অভিনেত্রী টাবুর বেশ প্রশংসা করেন প্রয়োজক।
টাবু ছাড়াও ‘ডিউন প্রফেসি’তে আরও অভিনয় করেছেন, অ্যামিলি ওয়াটসন, ট্রাভিস ফিমেল, যশ হিউস্টোন, জেসিকা বারডেন, মার্ক স্ট্রং, অলিভিয়া উইলিয়ামস, ক্লোয়ি লি , যোধি মে সহ অনেকে। এখনো অবধি ডিউন ভক্তদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে সিরিজটি। এটা ১৫ ডিসেম্বর (বাংলাদেশ সময়ে ১৬ ডিসেম্বর) থেকে প্রকাশ করা হচ্ছে অনলাইন প্লাটফর্ম ‘ম্যাক্স’-এ।
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলো না প্রতিবেশী দুই রাষ্ট্র বাংলাদেশ ও ভারত। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে ‘বলী’ ও ভারত থেকে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ পাঠানো হয়েছিল। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়েছে ছবি দুটি।
৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রিঁ জয় করেছিলো ভারতের ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। পায়েল কাপাডিয়ার সেই ছবিটি বাদ দিয়ে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ পাঠায় ভারত। কিন্তু তাদের সিদ্ধান্ত যে ভুল সেটি প্রমাণ হয়ে গেলো।
অন্যদিকে, কয়েকদিন আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। যদিও আমির খান এবং কিরণ রাও অস্কারকে সামনে রেখে বেশ কিছুদিন আমেরিকায় নিজেদের ছবির প্রচারণা চালিয়েছেন। চলতি মাসের শুরুতে অস্কারজয়ী পরিচালক আলফনসো কোয়ারন বাফটা অ্যাওয়ার্ডসের প্রচারণা হিসেবে ‘লাপাতা লেডিস’-এর একটি প্রদর্শনী সঞ্চালনা করেন। গ্রামীণ ভারতের নারীদের কেন্দ্র করে ছবিটির গল্প লিখেছেন বাঙালি লেখক-নির্মাতা বিপ্লব গোস্বামী।
কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। সেই স্বপ্ন অধারাই রয়ে গেল।
এমনকি কলকাতার ‘পুতুল’ ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটিও নির্বাচিত হয়নি এই সংক্ষিপ্ত তালিকায়। তবে এই হতাশার মধ্যে আশা জোগাচ্ছে আরেকটি হিন্দি ভাষার সিনেমা ‘সন্তোষ’। যদিও এই সিনেমাটির নাম জমা পড়েছে ইংল্যান্ড থেকে। এটি পরিচালনা করেছেন প্রবাসী সন্ধ্যা সুরি।
এছাড়া লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় সিনেমা ‘অনুজা’র। গতকাল (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতীয় ‘অনুজা’র। সিনেমাটি প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা কাপুর। অভিনয় করেছেন নাগেশ ভোঁসলের মতো অভিনেতা।
এ বিষয়ে অস্কার অ্যাকাডেমির সদস্য উজ্জ্বল নির্গুদকর বলেন, ‘সুচিত্রা মাতাইয়ের লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম অনুজাকে এই বিভাগে ১৮০টি শর্ট ফিল্মের মধ্যে নির্বাচিত হতে দেখে আমি খুশি। গুনীত মঙ্গা এই সিনেমার একজন নির্বাহী প্রযোজক। সিনেমার স্টার কাস্টে অনেক ভারতীয় নাম রয়েছে, আর সেটাই প্রমাণ করে যে ভারতীয় প্রতিভারা বিশ্বব্যাপী স্বীকৃত।’
‘পুষ্পা ২’ সিনেমা চলাকালে এর নায়ক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে দেখতে জড়ো হওয়া অসংখ্য লোকের চাপে পদপিষ্ট হয়ে এক নারীর নিহত হন। এ ঘটনায় গত শুক্রবার গ্রেফতার করা হয় আল্লুকে। যদিও একরাত জেল খেটে পরদিন সকালে বের হয়েই নায়ক জানান, তিনি দুঃখিত ও শোকাহত। বলেন, ‘আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব’।
তবে ভারতীয় গণমাধ্যমের খবর, এই জামিনে স্বস্তি পাচ্ছেন না আল্লু অর্জুন। কারণ, সেই নারীর মৃত্যুর ঘটনায় এবার নায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ। প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না আল্লু।
এদিকে, বক্স অফিসে ঝড় তুলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। প্রতিদিনই বাড়ছে তার আয়ের অঙ্ক। ‘পুষ্পা’র পর ‘পুষ্পা ২’ যেন ভারতীয় সিনেমায় ইতিহাস ভাঙার ইতিহাস রচনা করতে এসেছে। অগ্রিম বুকিংয়ের রেকর্ড, সর্বোচ্চ দামে টিকেট বিক্রির রেকর্ড, প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে আগেই! এবার মুক্তির পর ১২ দিনে বিশ্বব্যাপী প্রায় দেড় হাজার কোটি রুপির ব্যবসা করলো এই সিনেমা!
জানা গেছে, মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে পড়লেও এখনো ‘পুষ্পা ২’ নিয়ে উন্মাদনা থামেনি। ভাটা পড়েনি টিকেট বিক্রিতেও। তাই অচিরেই ছবিটি দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাবে এ ভবিষ্যদ্বাণীও করছেন অনেকে। কিন্তু কেমন হলো বহুল চর্চিত এ সিনেমা?
‘পুষ্পা’র গল্প যেখান থেকে শেষ হয়েছিল, ‘পুষ্পা ২’ শুরু সেখান থেকে। পরিচালক সুকুমার আগের পর্বের সব ধামকা যেন কয়েক গুণ করে ফেরত দিয়েছেন এই সিনেমায়। আকাশ, পাহাড়, সমুদ্র গল্পের প্লটে কোনো জায়গা ছাড় পায়নি। বরং নতুনরূপে তুলে ধরেছেন মাইথোলজি, যেটা হয়ে উঠেছে ‘পুষ্পা ২’ সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যে। সামনে এনেছেন প্রথার বাইরের এক গ্যাংস্টারকে। নেতিবাচক চরিত্র হয়েও যে আলাদাভাবে চোখে পড়তে বাধ্য।
‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা ২ু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
তবে সবকিছুর ছাপিয়ে ‘পুষ্পা’র মতো এ সিনেমাও যেন বারবার বলতে থাকে, ‘ঝুঁকেগা নেহি, শালা’! তাই শেষপর্যন্ত ‘পুষ্পা’ যেমন ঝুঁকে না, তেমনি দর্শকদেরও ঝুঁকতে দেয় না। উপভোগ্য আনন্দে মাতিয়ে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত।
‘পুষ্পা’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি, সেখানে এবার তা বেড়ে ৪০০-৫০০ কোটি রুপি।