অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল: নিহা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্যে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নাহার নিহা

‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্যে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নাহার নিহা

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও এ সময়ে নাটকের প্রিয় মুখ নাজনিন নাহার নিহা। ভালোবাসা দিবেসে দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার লক্ষ্যেই তাদের এই মেলবন্ধন। ‘মন-দুয়ারী’ নামের নাটকটি যৌথভাবে রচনা করেছেন নাসির খান এবং জাকারিয়া সৌখিন। সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’ নামের এই নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদীকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে মিষ্টি ও দুষ্টু মেয়ে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর মিষ্টি মেয়ে নিহা অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়টির নাম দেয় ‘মন-দুয়ারী’।

বিজ্ঞাপন

এই নাটকটি নিয়ে দারুণ এক্সাইটেড নিহা। তিনি উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমি অনেক খুশি।’

‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্যে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নাহার নিহা

নিহাকে নিয়ে অপূর্ব বলেন, ‘নিহার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে অনেকদূর যাওয়ার। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণটিই যথেষ্ট। এই নাটকে নিহা এত ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।’

বিজ্ঞাপন

বলা দরকার, মোট ১৩ দিন ধরে নাটকটির শুটিং হয়েছে। ঢাকা, নবাবগঞ্জ এবং রাজশাহীতে শুটিং হয়েছে। নাটকটি নিয়ে খুবই আশাবাদী প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন। এমন ভিন্ন প্রজেক্ট করার সাহস আর উৎসাহ দেয়ার জন্য প্রযোজক পাপ্পু ভাইর প্রতি ধন্যবাদ।’

‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্যে নিহা ও অপূর্ব

বলা দরকার, জাকারিয়া সৌখিনের নাটক মানেই বাড়তি চমক হিসেবে থাকে নতুন গান এবং অসাধারণ ভিজ্যুয়াল। সেই ধারাবাহিকতায় এবারের ‘মন- দুয়ারী’তেও থাকছে দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান রসূল। দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর ও কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

‘মন-দুয়ারী’ নাটকে অপূর্ব ও নিহা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্যে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নাহার নিহা

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারির বিশেষ কনটেন্ট হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘মন-দুয়ারী’।