সালমানকে বিয়ে করতে আপত্তি নেই আমিশার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আমিশা পাটেল, সালমান খান / ছবি: বলিউড হাঙ্গামা

আমিশা পাটেল, সালমান খান / ছবি: বলিউড হাঙ্গামা

বলিউড তারকাদের বিয়ে-বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে ৬০ বছর ছুঁই ছুঁই সালমান খান এখনো বিয়ে করেননি বলে তাকে নিয়ে সবার আগ্রহ আরও বেশি। বয়স হলেও অবিবাহিতের তালিকায় থাকা অন্য তারকাদের মধ্যে আছেন ‘কহনা পেয়ার হে’খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলও। সালমান-আমিশা একসঙ্গে জুটি বেধে অভিনয়ও করেছেন ২০০২ সালে ডেভিড ধাওয়ানের ‘ইয়ে হে জালওয়া’ সিনেমার। সেই জুটি বাস্তবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হলে কেমন হবে? তা কী ভেবেছেন কেউ?

বিগবসের মঞ্চে আমিশা পাটেল ও সালমান খান / ছবি: সংগৃহীত

এবার এমনই প্রশ্ন সরাসরি আমিশাকে করে ফেলেছেন এক ভক্ত। উত্তরে আমিশা সম্মতি না জানালেও একেবারে অসম্মতিও জানাননি। সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আমিশা বলেন, ‘‘অনুরাগীদের আবদার, ‘সালমান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত। আপনাকে দেখতেও সুন্দর। সুন্দর সন্তানের জন্ম দেওয়ার জন্য হলেও আপনাদের বিয়ে করা উচিত।’ আমি এই সব শুনে ভাবলাম, বিয়ে করার জন্য এ তো দারুণ কারণ! এমনিতেও সুন্দর দেখতে মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সকলে। ‘কহো না পেয়ার হে’ সিনেমার পরে আমাকে আর হৃত্বিককে সকলেই একসঙ্গে দেখতে চেয়েছিলেন। হৃত্বিক বিয়ের কথা ঘোষণা করতেই সকলের মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।’’

বিজ্ঞাপন
আমিশা পাটেল, সালমান খান / ছবি: বলিউড হাঙ্গামা

এর আগে এক ভক্তর প্রশ্নেও অনেকটা এমন উত্তর দিয়েছিলেন আমিশা। ‍তিনি বলেন, ‘আপনার কি চান? সালমান বা আমি কেউ এখনো বিয়ে করিনি, তাই আমরা বিয়ে করে ফেলি? নাকি একসঙ্গে পর্দায় জুটি বাঁধি?’ পরবর্তীতে তিনি এও বলেন, ‘মনমতো ছেলে খুঁজে পাচ্ছি না। আমি তো বিয়ের জন্য কবে থেকেই প্রস্তুত।‘

সালমান খানের ভক্তদের একটাই আফসোস, ভাইজান বিয়ে করেননি। বন্ধু-সহকর্মীদের সন্তানরাও নায়ক-নায়িকা হিসেবে বলিউডে আসতে শুরু করেছে। অথচ ভাইজানের বিয়ের পিঁড়িতে বসার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। একনিষ্ঠ ভক্তরা অপেক্ষা করে আছেন, একদিন ঠিকই তার বিয়ের খবর পাবেন।

বিজ্ঞাপন

আমিশা পাটেল, সালমান খান / ছবি: সংগৃহীত

মাঝে অনেকদিন সিনেমা জগত থেকে দূরে ছিলেন আমিশা প্যাটেল। তবে সদ্য মুক্তি পাওয়া ‘গাদার ২’ সিনেমার মাধ্যমে দারুণ প্রত্যাবর্তন হয়েছে তার। সানি দেওলের সঙ্গে ঝুটিবদ্ধ হয়ে ‘গাদার’ সিনেমার অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরুতেই চর্চায় উঠে এসেছিলেন আমিশা। এবার এই জুটির ‘গাদার ২’ সিনেমাটি বক্স অফিসে ৬০০ কোটির বেশি আয় করে রেকর্ড গড়েছে।