দাবানল থেকে যেভাবে রক্ষা পেয়েছিলেন কিংবদন্তি মেরিল স্ট্রিপ
-
-
|

একাধিক অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ
লস অ্যাঞ্জেলেসের দাবানালের আঁচ ভালোভাবেই লেগেছিল হলিউডে। অনেক তারকার বাড়ি পুড়ে গেছে, কেউ কেউ আগাম বার্তা পেয়ে এক কাপড়ে বাড়ি ছেড়েছেন। অনেক সিনেমা, সিরিজের শুটিং বাতিল হয়েছে; পিছিয়েছে পুরস্কার অনুষ্ঠান। মার্কিন গণমাধ্যম টিএমজেডের হিসেব অনুযায়ী দাবানলে অন্তত ৩৩ জন তারকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবার জানা গেল, দাবানল থেকে বাঁচতে একাধিক অস্কারজয়ী হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপের দাবারণ থেকে রক্ষা পাবার জন্য প্রাণন্তকর চেষ্টার খবর।
নিউইয়র্ক সাময়িকীতে একটি কলাম লিখেছেন মেরিল স্ট্রিপের নাতি অ্যাবে স্ট্রিপ। সেখানেই তিনি জানান, ৮ জানুয়ারি কীভাবে বাড়ি ছাড়তে বাধ্য হন ৭৫ বছর বয়সী অভিনেত্রী।
তিনি আরও জানান, দাবানালের খবর পেয়েই দ্রুত বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সেটা ৮ জানুয়ারির ঘটনা। কিন্তু ঘরের বাইরে এসে তিনি দেখেন, বাড়ির মূল ফটকের সামনে একটা গাছ এমনভাবে ভেঙে পড়েছে যে কোনোভাবেই গাড়ি নিয়ে বের হওয়া যাবে না। সেটাই বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা।
এরপর মেরিল স্ট্রিপ প্রতিবেশীর কাছে সাহায্য চান। প্রতিবেশীদের কাছ থেকে একটা ধারালো কাঁচি জাতীয় কিছু একটা নিয়ে আসেন। এরপর নিজেই লেগে যান বেড়া কাটার কাজে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি বের করার মতো রাস্তা করে ফেলেন মেরিল, এরপর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
লস অ্যাঞ্জেলেসের দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অনুদান সংগ্রহ করছে অনেক প্রতিষ্ঠান। এর মধ্যেই প্যারিস হিলটন, জেমি লি কার্টিসসহ অনেক তারকাই দুর্গত ব্যক্তিদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন।