নৃত্যশিল্পী সৃজন এবার মডেলিংয়ে

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জহুরুল হক সৃজন

জহুরুল হক সৃজন

জহুরুল হক সৃজন দীর্ঘদিন ধরে নানা আঙ্গিকের নাচের সঙ্গে জড়িত। নৃত্যশিল্পী হিসেবে পথচলা শুরু করলেও এরপর নিজেকে মেলে ধরেন নৃত্য পরিচালনায়। নিজের কোরিওগ্রাফিতে তিনি নেচেছেন দেশ ও বিদেশের মঞ্চে।

তবে এবার আর নাচ নয়, একেবারেই ভিন্ন একটি কাজের সঙ্গে নিজেকে যুক্ত করলেন। সৃজনকে দেখা যাবে মডেলিং-এ! নৃত্যশিল্পী থেকে জনপ্রিয় মডেল হওয়ার বিষয়টি এ দেশে নতুন নয়। কিন্তু খেয়াল করলে দেখা যাবে যারা এই কাজটি করেছেন তারা সবাই নারী। বাংলাদেশে পুরুষ নৃত্যশিল্পীদের নিয়ে যে প্রচলিত ধারণা রয়েছে তা ভেঙে বের হতে চলেছেন সৃজন। এখন দেখার বিষয় তাকে দর্শক কিভাবে গ্রহণ করে।

বিজ্ঞাপন
জহুরুল হক সৃজন

সঙ্গীতশিল্পী মির্জা নিশাতের ‘ভাব দেখার টাইম নাই’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন সৃজন। একটু আগে গানটি মুক্তি পেয়েছে ‘নিশাত মিউজিক জোন’ নামের ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন প্লাবণ কুরেশী, সঙ্গীতপরিচালনা করেছেন ঋষিকেশ রকি। গানটির কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু।

সৃজন বার্তা২৪.কমকে বলেন, ‘নাচ কখনো ছাড়বো না। দর্শক গ্রহণ করলে নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক পরিচয়ের পাশাপাশি মডেলিং-এ ব্যস্ত হতে চাই।’

বিজ্ঞাপন
‘ভাব দেখার টাইম নাই’ মিউজিক ভিডিওর পোস্টার

প্রসঙ্গত, সৃজন বেশ ছোটবেলায় বন্ধুদের কথায় উদ্বুদ্ধ হয়ে এবং মা, বড় বোনের সহযোগিতা পেয়ে নাচ শেখা শুরু করেন। বাংলাদেশের স্বনামধন্য নৃত্যগুরু স্বপন কুমার দাসের কাছে নাচের হাতেখড়ি হয়। এছাড়াও প্রখ্যাত নৃত্য গুরুদের থেকে নৃত্যের বিভিন্ন শাখায় তালিম নেওয়া সুযোগ হয়েছে তার।

জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করে আসছেন তিনি। জাতীয় শিশু -কিশোর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে ছোটবেলা থেকেই কাজ করে আসছেন। নাচ নিয়ে ভারত, মালয়েশিয়া, সৌদি আরব এবং সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছেন তিনি।

জহুরুল হক সৃজন

নৃত্যশিল্পী হিসেবে জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কারসহ সৃজনশীল কাজের জন্য বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। চলতি বছরের মাঝামাঝি ইউরোপসহ আরও বেশ কয়েকটি দেশে নাচের সফরে যাওয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানান তিনি।

সৃজন বলেন, ‘দর্শকদের অনুপ্রেরণা এবং ভালোবাসা নিয়ে আমার দেশের বাংলা সংস্কৃতিকে বিশ্বের নানান দেশে পরিচয় করিয়ে দেবার দৃঢ় ইচ্ছা আমার। সৃজনশীল কাজ উপহার দিয়ে নিজেকে সবার মাঝে বাচিয়ে রাখতে চাই।’

জহুরুল হক সৃজন