ভোটের মাঠেও দেবের বাজিমাত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফের নির্বাচিত দেব, পুরনো ছবি

ফের নির্বাচিত দেব, পুরনো ছবি

সিনেমার মতো ভোটের মাঠেও আবার সফলতা দেখালেন টলিউড অভিনেতা দেব। এবারও লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন তিনি।

অধিকারী দীপক দেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘাতাল আসন থেকে জয়লাভ করেন। যদিও তার বিপরীতে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

বিজ্ঞাপন

এই আসনে দেব পেয়েছেন তিন লাখ ৩৭ হাজার ৯৮৮ ভোট। নিকটবর্তী বিজেপি প্রার্থী পেয়েছেন দুই লাখ ৯৮ হাজার ৯৩ ভোট।

এদিকে এখন পর্যন্ত ভোট গণনায় বেশ এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এতে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে মোদি সরকার।

বিজ্ঞাপন

প্রায় তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে এনডিপি। বিপরীতে শতাধিক আসনে জয়লাভের অপেক্ষায় রয়েছে কংগ্রেস।

ভারতের লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের ২৭২টি পেলেই একটি দল বা জোট সরকার গঠন করতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এবারের লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ধাপ গত ১৯ মে শেষ ধাপের ভোট সম্পন্ন হয়েছে।