দুই মেয়েকে নিয়ে বিশ্বকাপ গানে ফাতেমী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘নকশীকাঁথা’ ব্যান্ডদল এবং রোদসী-উদিশা

‘নকশীকাঁথা’ ব্যান্ডদল এবং রোদসী-উদিশা

বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ নিয়ে গান করলো লোকসংগীত ব্যান্ডদল ‘নকশীকাঁথা’। বাংলাদেশ মাঠে নামার আগের দিন (১ জুন) ইউটিউবে প্রকাশ করা হবে গানটি।

মজার বিষয় হলো- ‘নকশীকাঁথা’ ব্যান্ডদলের প্রধান সাজেদ ফাতেমীর সঙ্গে বিশ্বকাপের গানটিতে কণ্ঠ দিয়েছে তার দুই মেয়ে।

বিজ্ঞাপন

জানি গর্জে উঠবে বাঘ বাহিনী ক্রিকেট বিশ্বকাপে/ জানি ফুঁটবে সুখের হাজার দৃশ্য ব্যাটবল হাতে/ জয়ের জন্য খেলতে নামো/ আসতেই পারে পরাজয়/ ভয় পেয়োনা পেয়োনা ভয়/ লড়াই করে হেরে গেলেও কোনো অর্জন হয়না শেষ/ জেতো হারো সবসময়ই পাশে পুরো বাংলাদেশ।’ এমনই কথায় গানটি লিখেছেন হাসান আহমেদ।

নতুন গানটি প্রসঙ্গে ফাতেমী বলেন, ক্রিকেট আমাদের জাতীয় জীবনের সঙ্গে মিশে গেছে। আর বিশ্বকাপ মানেই উত্তেজনা। তবে জিতলে দলের পাশে আছি আর হারলে গালাগালি এটিতে আমরা বিশ্বাস করি না। হারলেও বাংলাদেশের পাশে আছি সে বার্তা দিতে চেয়েছি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/26/1558856293262.jpgগানটিতে নিজের দুই মেয়ে রোদসী ও উদিশাকে নেওয়া প্রসঙ্গে ফাতেমী বলেন, ওদের ক্রিকেট নিয়ে দারুণ আগ্রহ আছে। আর গানটাও করে। ক্রিকেট নিয়ে গান বলে আগ্রহ দেখানোতে ‘নকশীকাঁথা’ সুযোগটি হাতছাড়া করেনি।

বিজ্ঞাপন