দুই দেশের দুই শিল্পীর গান-কবিতার এক সন্ধ্যা

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শোভনসুন্দর ও তানজীনা তমা, ছবি: সংগৃহীত

শোভনসুন্দর ও তানজীনা তমা, ছবি: সংগৃহীত

গান-কবিতা দিয়ে এক সন্ধ্যা মাতিয়ে রাখবেন দুই দেশের দুই শিল্পী। তারা হলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী তানজীনা তমা ও ভারতের আবৃত্তি শিল্পী শোভনসুন্দর। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা সূর্যমুখী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরী।

বিজ্ঞাপন

দুই দেশের দুই শিল্পীর এ যুগলবন্দি অনুষ্ঠানের শিরোনাম ‘গান কবিতার ছায়াতলে’। তানজীনা তমা ও শোভনসুন্দর বসু নিজ ক্ষেত্রে ইতিমধ্যে সুধী শ্রোতাদের প্রংশসা কুড়িয়েছেন। পেয়েছেন অসংখ্য শ্রোতা ও দর্শকের ভালোবাসা।

গান কবিতার ছায়াতলে

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে শিল্পী তানজীনা তমা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নানা পর্যায়ের ১০টি গান গাইবো। ফাঁকে ফাঁকে থাকবে আবৃত্তি। দুই দেশের দুই শিল্পীর এ যুগলবন্দি আশা করি দারুণ হবে।

শিল্পী শোভনসুন্দর বসু বলেন, বাংলাদেশে আসার অনুভূতি সত্যিই দারুণ। তানজীনা তমা গুণী শিল্পী। তার সঙ্গে আবৃত্তি করবো। সত্যিই দারুণ ব্যাপার। অনুষ্ঠানে আমি দশজন কবির ১০টি কবিতা আবৃত্তি করবো। আশা করি গান-কবিতার এ অনুষ্ঠান দর্শকশ্রোতাদের ভালো লাগবে।