আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে গান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুরাদ, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও রাজীব

মুরাদ, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও রাজীব

একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করে ‘সুরের পাখি’ শিরোনামে গান বাঁধলেন রাজীব ও মুরাদ নূর। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে এমন কথার গানটি লিখেছেন এ এইচ পলাশ। আসছে ১ জানুয়ারি আহমেদ ইমতিয়াজ বুলবুল এর জন্মদিন উপলক্ষে জি সিরিজ এর ইউটিউব চ্যানেলে সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে গানটি।

গানটি প্রসঙ্গে রাজীব বলেন, বুলবুল স্যার বাংলা গানের প্রাণপুরুষ। তাঁর অসাধারণ মৌলিক সৃষ্টিতে বাংলা গান বিশ্বে বেশ সমৃদ্ধ। নূরের উদ্যোগে আমি সম্মানিত। স্যারকে স্মরণ করেই আমাদের সুরের পাখি নির্মাণ। কথা,সুর আর সঙ্গীতায়োজনের বেশ সমন্বয় হয়েছে৷ আমিও আত্মা দিয়ে গানের মাধ্যমে চেষ্টা করেছি স্যারকে স্মরণ করতে।

বিজ্ঞাপন

মুরাদ নূর বলেন, আমি বরাবরই গুণীদের সাথে, তাঁদেরকে লালন করে কাজ করতে পছন্দ করি। গুণের সংস্পর্শে অনেক কিছু শেখা যায়। আজন্মকাল তাই শিখতে চাই। একজন বাঙালি সংস্কৃতি কর্মী হিসেবে বুলবুল স্যারের প্রতি আমাদের অনেক দ্বায় আছে। বরেণ্য বাংলাদেশকে শ্রদ্ধা জানাতেই আমাদের সুরের পাখি সৃষ্টি। পলাশের লেখনী আর রাজীবের গায়কীতে নিঃসন্দেহে তা ফুটে উঠেছে।