আমার ফ্যানরা একদম একপেশে ও উগ্র: আসিফ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আসিফ আকবর

আসিফ আকবর

‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়েই তুমুল জনপ্রিয়তা। এরপর আর পিছন ফিরতে হয়নি। দুই দশকের সংগীত ক্যারিয়ার আসিফ আকবরের। সম্প্রতি বার্তার মুখোমুখি হয়ে এই শিল্পী জানিয়েছেন, ২০১৯ সালে তার সংগীত জীবন কেমন গেলো; ২০২০ সালের সংগীত জীবন নিয়ে পরিকল্পনার কথা।

বার্তার মুখোমুখি হয়ে এই সংগীত যুবরাজ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছন, অনেক বছর ধরে বিয়ে করতে চাইছেন তিনি। সত্যিই তিনি বিয়ে করতে চান। কিন্তু ব্যাটে বলে না হওয়ায় সেটা হচ্ছে না। তার ইচ্ছে আবার তার সংসার হবে, অনেক বাচ্চা কাচ্চা হবে। তাদের নিয়ে খেলাধুলা করবেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া আসিফ নিজের ফ্যানদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, আমার ফ্যানরা একদম একপেশে ও উগ্র। 

আসিফ আকবরের পুরো সাক্ষাৎকারটি দেখুন

বিজ্ঞাপন

আসিফ আকবর কুমিল্লা জেলায় ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’র মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’।