দেশের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার প্রযোজক আর নেই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আব্বাস উল্লাহ

আব্বাস উল্লাহ

দেশের সবচেয়ে ব্যবসাসফল ‘বেদের মেয়ে জোছনা’ সিনেমার প্রযোজক আব্বাস উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিজ্ঞাপন

আব্বাস উল্লাহ এর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

বেদের মেয়ে জোছনা সিনেমার পোস্টার

জানা গেছে, গেল বছর দুই ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আব্বাস উল্লাস। তিনি ছিলেন দেশীয় সিনেমার অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা চলচ্চিত্রের একজন কর্ণধার। প্রযোজনার পাশাপাশি অসংখ্য সিনেমায় অভিনয়ও করেছেন।

বিজ্ঞাপন

আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে ‘বেদের মেয়ে জোছনা’, 'পাগল মন', 'মনের মাঝে তুমি', 'মোল্লা বাড়ির বউ', 'জ্বী হুজুর'সহ অনেক দর্শকপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে।

তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জোসনা  ১৯৮৯ মুক্তি পায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা। সিনেমাটির সফলতার ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গেও পুননির্মাণ করে মুক্তি দেওয়া হয়। মূল ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং চিরঞ্জীত।