সাইকেল মেকানিকের কাছে সালমানের দেনা
বলিউড সুপারস্টার সালমান খান। ৩২ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য ব্লকবাস্টার ছবিতে। যার মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন কোটি কোটি টাকা। কিন্তু এই সালমানই নাকি দেনা ছিলেন এক সাইকেল মেকানিকের কাছে। তাও কতো রুপি জানেন? মাত্র ১ টাকা ২৫ পয়সা।
সম্প্রতি উমাঙ অনুষ্ঠান হাজির হয়েছিলেন ভাইজান। সেখানেই এই অজানা তথ্য জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই তারকা। একই সঙ্গে সেই ১ টাকা ২৫ পয়সা মুম্বাই পুলিশ ওয়েলফেয়ার ফাণ্ডে জমা দিয়ে দেন তিনি।
সাইকেল মেকানিকের কাছে দেনা প্রসঙ্গে সালমান খান বলেন- “কিছুদিন আগে ওই একই সাইকেল মেকানিকের কাছে আমার সাইকেলের একটি টায়ার ঠিক করতে গিয়েছিলাম। কিন্তু সেসময় হাফপ্যান্ট পরনে থাকায় আমার কাছে কোন টাকা ছিলো না। পরে তাকে বলেছিলাম, ‘কাকা আমি আপনাকে পড়ে টাকাটা দেই?’ এরপর তিনি আমাকে বলেন, ‘তুই ছোটবেলাতেও এমন করতি। তুই একবার সাইকেল ঠিক করিয়েছিলি কিন্তু আজ পর্যন্ত সেই টাকা দেসনি। তোর কাছ থেকে এখনও ১ টাকা ২৫ পয়সা পাওনা আছি।”
যোগ করে সালমান খান আরও বলেন, ‘আমি যখন তাকে ওই টাকা ফিরিয়ে দিতে চাই তিনি সেটি গ্রহণ করেননি।’