অনেক দিন নাটকে নেই তাসনুভা এলভিন। এমনকি ভালোবাসা দিবসের নাটকেও নেই ছোট পর্দার পরিচিত এই মুখ। কিন্তু কি কারণে পর্দায় নেই এই অভিনেত্রী সেই খবর নিতে গিয়ে জানা গেলো, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসনুভা এলভিন।
প্রথমবারের মত মা হওয়ার খবর বার্তা২৪.কমকে নিশ্চিত করে তাসনুভা এলভিন বলেন, ‘গত ছয় মাসের বেশি সময় ধরে আমি অভিনয়ে নেই। অনেকেই কারণ জানতে চায়। তার কারণ আমি মা হচ্ছি। মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারবো।’
বিজ্ঞাপন
স্বামী ফাহাদ রিয়াজীর সঙ্গে তাসনুভা এলভিন
মা হওয়ার পর আবার অভিনয়ে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তাসনুভা এলভিন বলেন, ‘হ্যাঁ, আমি আবার কাজে ফিরবো। আমার স্বামীও চায় আমি কাজ করি। সবাই দোয়া করবেন আমার জন্য ও আমার বেবির জন্য।’
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন তাসনুভা এলভিন। ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে পারিবারিক ভাবে বিয়ে করেন এই অভিনেত্রী।
এবার ফিল্মফেয়ার মনোনয়নে আছেন বাংলাদেশের প্রখ্যাত তিন তারকা
মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
|
মোশাররফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী
বিনোদন
ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার’। গত শতকের ষাটের দশক থেকে বলিউডে এই পুরস্কার প্রাদাণ করা হয়। একটা সময় হিন্দি ভাষার বাইরের তারকাদের কাছে ফিল্মফেয়ার পুরস্কার ছিলো অসাধ্য। কিন্তু সময়ের দাবীতে ফিল্মফেয়ার হিন্দি ছবির বাইরে দেশটির বিভিন্ন অঞ্চলভিত্তিক পুরস্কারের আয়োজন করে। ফিল্মফেয়ার বাংলা’র যাত্রাও শুরু হয়েছে এক দশকের বেশি সময় ধরে। আর সেই পথচলার শুরু থেকেই বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের নাম জুড়ে আছে। তিনি এরইমধ্যে বেশকিছু ফিল্মফেয়ার নিজের করে নিয়েছেন।
গত বছরই প্রথম জয়ার বাইরে অন্য কোন বাংলাদেশি তারকা এই পুরস্কার পান। সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জেতেন তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল।
‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী
২০২৪-এর সেরা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে ফিল্মফেয়ার বাংলার আসর বসার কথা আসছে ১৮ মার্চ। তার আগে ফিল্মফেয়ার কতৃপক্ষ প্রকাশ করেছে মনোনয়ন। তাতে জয়া আহসান ছাড়াও দেখা যাচ্ছে বাংলাদেশের দুজন প্রখ্যাত অভিনয়শিল্পীর নাম। তারা হলেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
জানা গেছে, প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ এর জন্য সেরা অভিনেতার মনোনয়ন (সমালোচক ক্যাটাগরী) পেয়েছেন চঞ্চল। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। অর্থাৎ চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম—দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন।
‘হুব্বা’ ছবিতে নাম ভূমিকায় মোশাররফ করিম
ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন কিছু নয়। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারটিও তিনি পেয়েছিলেন।
এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (জনপ্রিয় ক্যাটাগরী) বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও রয়েছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।
ঢালিউডের প্লেব্যাকে (সিনেমার গান) এন্ড্রু কিশোর পরবর্তী যুগে দাপিয়ে বেড়িয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এরপর নকল গানের প্রতিবাদে দীর্ঘদিন দূরে ছিলেন প্লেব্যাক থেকে।
বিরতি কাটিয়ে ফেরার পর গেয়েছেন হাতে গোনা কয়েকটি গান। তবে সিনেমার গানে আসিফ আকবরের অনুপস্থিতি ঘুচতে চলেছে। দীর্ঘ বিরতির পর সিনেমায় গাইলেন আসিফ আকবর।
আসিফ আকবর বলেন, ‘অনেকদিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার উপর আবার এখন বয়স হয়েছে। কিন্তু এরপরও যখন প্রযোজক পরিচালক বলে এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজেই অনুভব করি আসলেইতো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।’
‘টগর’ ছবির পোস্টারে পূজা চেরী ও আদর আজাদ, আসিফ আকবর (ডানে)
এআর মুভি নেটওয়ার্ক এর প্রযোজনায় ‘টগর’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে। এছাড়াও রয়েছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ারের মতো তুখোড় অভিনয়শিল্পী।
চট্টগ্রামে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
দেশজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। বাদ পড়ছে না শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মনে করছেন ধর্ষণ ও হেনস্তা থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরি।
দেশের চলমান এ পরিস্থিতিতে ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরী বলে মনে করছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি।
রুবেল বলেন, ‘আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।’
নব্বইয়ের দশকে চিত্রনায়ক রুবেল
শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, ‘স্কুল-কলেজে কারাতে শিক্ষায় সবার শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি, ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি দরকার। একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। তিনি যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবেন, তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবেন। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।’
কয়েকমাস ধরেই চর্চায় রয়েছে দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও উঠতি গায়ক শেখ সাদীর প্রেম। দুজনকে ঘিরে একাধিকবার গুঞ্জন উঠেছে, প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। দুজন একাধিকবার এসেছেন শিরোনামে। সম্প্রতি কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে ছবি দিয়েছিলেন পরীমনি। যদিও সেই ব্যক্তিরে চেহারা প্রকাশ করেননি তবে তাকে শেখ সাদী বলেই ধরে নিচ্ছে নেটিজেনরা। এ নিয়েও হয় বেশ আলোচনা।
তবে এসব আলোচনা, গুঞ্জন মোটেও পাত্তা দিচ্ছেন না পরীমনি। পাত্তা দিচ্ছেন না শেখ সাদীও। নিজেদের জগতে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখতে দেখা যাচ্ছে দুজনকে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যের পোস্টে মন্তব্য করছেন, খুনসুটিও করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমনি। সেই পোস্টেও মন্তব্য করেছেন শেখ সাদী।
শেখ সাদী ও পরীমনি
পরী গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে জানান, দিনশেষে তিনি একা। বিশেষ করে খাবার খাওয়ার সময় তার বড্ড একা লাগে। সেই পোস্টের নিচেই শেখ সাদী লিখেছেন, খাবার খেতে কষ্ট কলে তাকে যেন পরী কল করেন। তার মন্তব্যের জবাবে পরী জানান যে, তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই।
পরীর সেই পোস্টে সাদী মন্তব্য করেছেন, ‘আপনি নিশ্চয়ই আল্লাহ তায়ালার অনেক প্রিয়। আমার কেনো যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন। নিজেকে কখনোই একা ভাববেন না যার সাথে আল্লাহ আছেন তার আর কিছু লাগে নাকি। আপনার হাসি ধরে রাখার জন্যে আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়ম কে তো দিয়েই দিছে। আপনাকে এতো সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না । হাসি খুশি থাকুন, জীবনকে উপভোগ করুন। এরপরেও খেতে কষ্ট হলে feel free to call me।’
শেখ সাদী
সাদীর সেই মন্তব্যের জবাবে পরীমনি লিখেন, ‘শেখ সাদী পিচ্চি পোলা, তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোনে সোনা।’
এদিকে দুজনের এই খুনসুটি নজর এড়ায়নি ভক্তদের। দুজনকে নিয়ে আবারও চলছে আলোচনা, গুঞ্জন। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার কারো কারো মতে, দুজনের এই সম্পর্কটা একেবারেই বন্ধুত্ব।
পরীমনি
বেশ কয়েকে পরিচয় হলেও সম্প্রতি আদালত চত্বরে একসঙ্গে দেখা যায় পরীমনি ও শেখ সাদীকে। এর আগে প্রকাশ্যে তাদের দেখা যায়নি। পরীমনির এক মামলায় তার জামিনদার হন শেখ সাদী। এর পর থেকে পরীমনি ও শেখ সাদী বেশ চর্চিত নাম। তবে প্রেমের গুঞ্জনের বিষয়ে দুজনেই স্পষ্ট জবাব দিয়েছেন যে তারা শুধুই ভাল বন্ধু। এখানে অন্য কিছুই নেই।