৯২তম অস্কারের বিজয়ী তালিকা
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসর হয়ে গেলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকালে বসেছিল অস্কারের জমকালো আয়োজন।
প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। একঝলকে দেখে নিন এবারের অস্কারের বিজয়ী তালিকা—
৯২তম অস্কারের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র: প্যারাসাইট
সেরা অভিনেতা: ওয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি)
সেরা পরিচালক: বঙ জুন-হো (প্যারাসাইট)
সেরা পার্শ্ব-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জোজো র্যাবিট
সেরা চিত্রনাট্য (মৌলিক): প্যারাসাইট
সেরা অ্যানিমেটেড ছবি: টয় স্টোরি ফোর
সেরা চিত্রগ্রহণ: নাইনটিন সেভেন্টিন
সেরা পোশাক পরিকল্পনা: লিটল উইমেন
সেরা প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
সেরা সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)
সেরা রূপ ও কেশসজ্জা: বম্বশেল
মৌলিক সুর: জোকার (সুরকার হিলদুর গুনাডট্টির)
সেরা মৌলিক গান: আই’ম গনা লাভ মি অ্যাগেইন (ছবি: রকেটম্যান, শিল্পী: এলটন জন)
সেরা শিল্প নির্দেশনা: ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড
সেরা শব্দ সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি
সেরা শব্দমিশ্রণ: নাইনটিন সেভেন্টিন
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: নাইনটিন সেভেন্টিন
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: হেয়ার লাভ
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন (ইফ ইউ আর অ্যা গার্ল)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য নেইবারস উইন্ডো