‘ঢাকা’ এখন ‘এক্সট্র্যাকশন’, মুক্তি ২৪ এপ্রিল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রিস হেমসওয়ার্থ

ক্রিস হেমসওয়ার্থ

বাংলাদেশের রাজধানী ঢাকাকে নিয়ে নির্মিত হয়েছে হলিউডের সিনেমা। প্রথমে সিনেমাটির নাম ‘ঢাকা’ রাখা হলেও এবার জানা গেলো নাম পরিবর্তন হয়েছে সিনেমাটির। নতুন নাম রাখা হয়েছে ‘এক্সট্র্যাকশন’। আগামী ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে ইউএসএ টুডে।

সিনেমাটির গল্পে দেখা যাবে, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অপহৃত একটি শিশুকে উদ্ধার করবেন সিনেমার নায়ক। এই সিনেমার দৃশ্য ধারণের জন্য বিশেষ সেট নির্মাণ করে শুটিং করা হয়েছে ভারতের আহমেদাবাদ, থাইল্যান্ডের ব্যাংকক ও বাংলাদেশে।

বিজ্ঞাপন
সিনেমার একটি দৃশ্য

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এছাড়া আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদাসহ অনেকেই।

হলিউডের জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় সিমেমাটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ।

বিজ্ঞাপন