পথশিশু ও ভিক্ষুকের গল্পে ‘জার্নি’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জার্নি’র পোস্টার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জার্নি’র পোস্টার

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ নির্মাতা আহসান ইমাম বাংলাদেশের মানুষের ট্রাভেলিং নিয়ে নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জার্নি’।

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন একজন পথশিশু ও ভিক্ষুক। রাজধানী ঢাকার সদরঘাট, বিমানবন্দর রেল স্টেশন, সাইন্সল্যাব, সাভার বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে এরই মধ্যে শুটিং শেষ হয়েছে গতানুগতিক ধারার বাইরের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির।

বিজ্ঞাপন

নির্মাতা আহসান ইমাম জানিয়েছেন, ঢাকা শহরের প্রতিদিনে যানবাহনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাই মূলত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিতত্রের বিষয়বস্তু। বাস, ট্রেন এবং ফেরিতে মানুষ কিভাবে ভিড়ের মধ্যে ‘জার্নি’ করে সেটিই দেখানো হয়েছে এখানে। আগামী সপ্তাহে ‘জার্নি’ ইউটিউবে প্রকাশ করা হবে বলে পরিচালক জানিয়েছেন।