গত ১৬ জুন ২৩তম জন্মদিনের কেক কেটেছেন ক্যামেলিয়া মোরোনে। প্রেমিকার জীবনের বিশেষ এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে তাকে নিয়ে প্রমোদতরীতে ঘুরতে বেড়িয়েছিলেন ডিক্যাপ্রিও। সেখানেই কয়েকজন বন্ধুদের নিয়ে প্রেমিককার জন্মদিন উদযাপন করেছেন হলিউডের এই তারকা।
বিজ্ঞাপন
এসময় এই তারকা জুটির সঙ্গে উপস্থিত ছিলেন- অভিনেতা নিনা ডবরেভ, অলিম্পিক স্নোবোর্ডার শন হোয়াইট, অভিনেতা কেভিন কনলি এবং লুকাস হাস।
৪৩ মিটার লাইট স্টার সুপার প্রমোদতরীটি লস অ্যাঞ্জেলেসের মেরিনা ডেল রেতে সকাল ১১টার দিকে মালিবুর দিকে যাত্রা শুরু করে। সেখান থেকে ফিরে আসে বিকেল সাড়ে ৪ টায়।
বিজ্ঞাপন
২০১৭ সাল থেকে একসঙ্গে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্যামেলিয়া মোরোনে। এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানে প্রেমিকাকে নিয়ে হাজির হয়েছিলেন ডিক্যাপ্রিও।
গতকাল রাত থেকেই সংবাদ শিরোনামে আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার প্রথম স্বামীর মৃত্যুর খবরটি তাকে জড়িয়ে করা হয়েছে, যদিও তার সঙ্গে পরীর কোন সম্পৃক্ততা ছিলো না। একই দিনে আবারও আরেকটি খবরে জুড়ে গেলো পরীর নাম।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দিন দিন তার অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এভাবে ৫ হাসপাতাল ঘুরে গতকাল শুক্রবার এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে আজ শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালকের স্ত্রী উম্মে কুলসুম।
তিনি জানালেন, শাহ আলম মণ্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গত দুই দিনে ১৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কোনো অবস্থায় তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। চিকিৎসকের বরাতে এই পরিচালকের পরিবার জানিয়েছে, শাহ আলম মণ্ডলের লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সিরিয়াস পর্যায়ে আছে। তার জন্য প্রচুর ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন। এর আগে চলতি বছরের জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহ আলম মণ্ডল।
শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)। পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে শাহ আলম মণ্ডল ২০১১ সালে চলচ্চিত্রে আসেন। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও।
নায়ক-নায়িকা জুটি হন এ কথা তো সবাই জানেন। কিন্তু কোন কোন সময় কাজের রসায়ন এতোটাই ভালো হয় যে নির্মাতা-শিল্পীও জুটি হয়ে ওঠেন। যেমন সত্যজিৎ রায়-সৌমিত্র চট্টোপাধ্যায়, ডেভিড ধাওয়ান-গোবিন্দ, মনিরত্মম-ঐশ্বরিয়া, করণ জোহর-শাহরুখ খান। এইসব জুটি একের পর এক সিনেমা করে মুগ্ধ করেছেন দর্শককে। আবার এমন জুটিও আছে যারা একিট দুটি কাজ করেই এতোটা সাড়া ফেলেন যে তাদের আবার দেখার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। তেমনি একটি জুটি ‘দেবদাস’ সিনেমার নির্মাতা সঞ্জয় লীলা বানশালি আর নায়ক শাহরুখ খান।
সঞ্জয় লীলা বানশালির ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই মেগাবাজেট সিনেমা আজও সিনেদুনিয়ায় চর্চিত। তারপর কেটে গিয়েছে ২২টি বছর। বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার।
বারবার জল্পনা শোনা গেলেও, দর্শক-অনুরাগীদের স্বপ্ন সত্যি হয়নি। অতঃপর অধরাই থেকেছে বানশালির ছবিতে আবার কিং খানের ম্যাজিক দেখার সাধ। এবার সম্ভবত ভক্তদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।
শোনা যাচ্ছে, বানশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্য ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ এবার শাহরুখ খানকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। যে ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। বলিপাড়ায় জোর জল্পনা, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কিং খান থাকছেন ক্যামিও চরিত্রে।
সম্প্রতি বানশালির সঙ্গে দেখা করেছেন শাহরুখ। আর সেই সাক্ষাতেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার এক বিশেষ দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখের সঙ্গে আলোচনা হয়েছে। বাদশা সবুজ সংকেত দিলেই ২০২৫ সালে সেই দৃশ্যের শুটিং হবে বলে শোনা গেছে।
সূত্রের খবর, ’লাভ অ্যান্ড ওয়ার’ ছবির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে বাদশাকে দেখা যাবে। যেখানে কিং খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন রণবীর কাপুর। এই দৃশ্যে ভিকির উল্লেখ অবশ্য পাওয়া যায়নি। তবে এই জল্পনা সত্যি হলে ‘লাভ অ্যান্ড ওয়ার’ যে কিং ম্যাজিকে ‘গেম চেঞ্জার’ হতে পারে, এমনটাই ভবিষ্যদ্বাণী সিনেমহলের।
ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। আলিয়া ভাটও খুব শিগগির শুটিং শুরু করবেন। সিনেমার পর্দায় সঞ্জয় লীলা বানশালির গল্প বলার ধরণ বরাবরই অনবদ্য।
এযাবৎকাল বহু মাস্টারপিস উপহার দিয়েছেন দর্শকদের। এবারের জল্পনা সত্যি হলে ২২ বছর পর পরিচালকের ফ্রেমে দেখা যাবে শাহরুখ খানকে। এবার দেখার বিষয় আলিয়া, ভিকি, রণবীরের ত্রিকোণ প্রেমের গল্প ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ কিং ম্যাজিক কি আদৌ সত্যি হবে?
বিপ্লবী দীনেশ গুপ্তর জীবনকাহিনি নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মানসমুকুল পাল। ইতিমধ্যে সিনেমাটির প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানা গেছে। বছর কয়েক আগেই কাজটি শুরু করতে চেয়েছিলেন মানস। কিন্তু নানা কারণে আর সেটি শুরু করা হয়নি। তবে এবার শুরু করছেন।
জানা গেছে, এতে অভিনয় করবেন ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমিকে।
সিনেমাটির চিত্রনাট্য হবে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে। আর তাই নির্মাতা আগামী সপ্তাহে আসছেন বাংলাদেশ।
পরিচালক ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আসলে হুমায়ুন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের অনেক জায়গার উল্লেখ থাকবে। সেই কারণেই ঢাকা, কিশোরগঞ্জ-সহ একাধিক ঐতিহ্যবাহী জায়গায় যাওয়ার কথা। যদি জায়গাগুলো দেখা থাকে তবেই তার সঠিক উপলব্ধি আমার মধ্যে থাকবে। আর আমি চিত্রনাট্য সেভাবে লিখতে পারব।'
আগামী সপ্তাহেই বাংলাদেশে এসে আফসানা মিমির সঙ্গেও দেখা করার কথা রয়েছে মানসের। তানভীর মোকাম্মেল পরিচালিত ‘চিত্রা নদীর পারে’ সিনেমা দেখা পর থেকেই মিমির ভক্ত বনে গেছেন মানস। ‘নদীর নাম মধুমতী’, ‘প্রিয়তমেষু’র মতো ছবিও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।
কিন্তু গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এখন পালাবদলের সরকার। সেখানে শুটিং করতে পারবেন, এমন প্রশ্নে নির্মাতার উত্তর, তিনি পারবেন। বললেন, ‘আমি এখন সবে চিত্রনাট্য লেখার কাজে হাত দিচ্ছি। তার আগে আমার তিনটি ছবির লাইন-আপ রয়েছে। সেই কাজ শেষ করেই এই নতুন কাজ শুরু করতে পারব। ততদিনে শুটিং নিশ্চয়ই করতে পারব সেখানে।’
উল্লেখ্য, ‘সহজ পাঠের গপ্পো’র সাফল্যের পর কলকাতার প্রায় প্রত্যেকটা প্রযোজনা সংস্থা থেকেই ছবি তৈরি করার প্রস্তাব পেয়েছিলেন মানস। তবে পরিচালকের পাখির চোখ দীনেশ গুপ্তর বায়োপিক। বার বার বাধা এসেছে। শুধু টাকার জন্য নয়, কখনও প্রকৃতির সঙ্গে, কখনও আবার নিয়তির সঙ্গে লড়াই করতে হয়েছে মানসকে।
২০২০ সালেই শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু শুটিংয়ের ঠিক চার দিন আগেই বিপত্তি। সারা দেশে লকডাউন। সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়। মানসের এই ছবিতেই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের কথা ছিল। কিন্তু কোভিড কালেই প্রাণ হারান অভিনেতা। কিন্তু দীনেশ গুপ্তর গল্প বড়পর্দায় তুলে ধরতে বদ্ধপরিকর মানস। সেই সঙ্গে নতুন কাজগুলোও চালিয়ে যাচ্ছেন সমান্তরালভাবে।
থিয়েটার আর্টিস্টস এসোসিয়েশন অব ঢাকা (TAAD)-এর মূল লক্ষ্য হলো ঢাকা মহানগরীর থিয়েটার চর্চায় মঞ্চে এবং নেপথ্যে যুক্ত নাট্যশিল্পীদের অধিকার, স্বার্থ ও দাবি, কল্যাণ, পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ, শৈল্পিক দক্ষতা উন্নয়ন। সে তাগিদ থেকেই মূলত তাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসেবে থিয়েটার আর্টিস্টস এসোসিয়েশন অব ঢাকা গঠিত হয়েছে।
গতকাল (২২ নভেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো TAAD-এর প্রথম সাধারণ সভা। রেজিট্রেশনকৃত ১৭০ জন সদস্যের মধ্যে ৮০ জন সদস্য উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন। তারা ঞঅঅউ এর ১৩ সদস্যের একটি এক্সিকিউটিভ কমিটি অনুমোদন করেন, যা ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কাজ করবে।
TAAD-এর প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন গুণী অভিনেতা ও থিয়েটার ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম পাভেল। ভাইস প্রেসিডেন্ট- আইরিন পারভীন লোপা, সেক্রেটারি জেনারেল- সাইফ সুমন, সেক্রেটারি অর্গানাইজেশন- তৌফিকুল ইসলাম ইমন, ট্রেজারার- শামীম সাগর, সেক্রেটারি অফিস- আসাদুল ইসলাম, সেক্রেটারি কমিউনিকেশন- নাজনীন হাসান চুমকি, সেক্রেটারি ইভেন্ট- অপু শহীদ, সেক্রেটারি ওয়েলফেয়ার- কাজী রোকসানা রুমা এবং সেক্রেটারি ক্লাব- এ কে আজাদ সেতু। এছাড়া এক্সিকিউটিভ মেম্বাস হিসেবে আছেন অম্লান বিশ্বাস, রেজা আরিফ ও সঞ্জিতা শারমীন পিয়া।
TAAD কোনভাবেই থিয়েটার দল বা থিয়েটার দলগুলিকে নিয়ে গঠিত কোনো সংগঠনের সাথে সাংঘর্ষিক নয়। কারণ এটি শুধুমাত্র ব্যক্তির সংগঠন, কোনো দলের নয়। ঢাকা মহানগরে নিয়মিতভাবে অন্তত গত পাঁচ বছর ধরে নাট্যচর্চার সাথে যুক্ত যে কোনো নাট্যশিল্পী (অভিনেত্ব, নির্দেশক, নাট্যকার, ডিজাইনার, নেপথ্য মঞ্চশিল্পী) এই এসোসিয়েশনে আবেদন করতে পারবেন। এখানে প্রতিটি সদস্য একজন একক ব্যক্তি হিসেবে যুক্ত হবেন। তিনি কোনো থিয়েটার দলের প্রতিনিধিত্ব করতেও পারেন আবার নাও পারেন। তবে তাকে অবশ্যই ঢাকা মহানগরের থিয়েটার সংশ্লিষ্ট কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকতে হবে।