চার মাস পর ভারতে ফিরলেন মৌনি রয়
দীর্ঘ চার মাস আবুধাবিতে থাকার পর ভারতে ফিরলেন বলিউড অভিনেত্রী মৌনি রয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিমানবন্দরে তোলা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন মৌনি।
চার মাস আগে আবুধাবিতে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মৌনি রয়। সেসময় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয় দেশটি। ভারতেও ছিলো একই অবস্থা। যার ফলে দেশে ফিরতে পারছিলেন না ৩৪ বছর বয়সী এই তারকা।
নিজ দেশে না ফিরতে পেরে মাঝে একটি পোস্ট শেয়ার করেছিলেন মৌনি রয়। যেখানে তিনি লিখেছিলেন, “এই জায়গায় (আবুধাবি) আমার বন্ধুর সান্নিধ্য উপভোগ করছি। তবে মা ও ভাইকে অনেক বেশি মিস করছি। তারা কোচ বিহারে রয়েছেন। ভারতে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
কাজের দিক থেকে এই মুহূর্তে মৌনির হাতে রয়েছে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনকে।