প্রকাশ পেয়েছে অভিনেতা দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বহুল কাঙ্ক্ষিত সিনেমা সিনেমা ‘দাগি’র টিজার। আজ মঙ্গলবার দুপুরে ইউটিউব ও ফেসবুকে ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিটির টিজার উন্মোচিত হয়।
টিজারে আভাস মেলে, আফরান নিশো একজন দাগি আসামী। তার জেল জীবন নিয়েই এ ছবির প্রেক্ষাপট! সেই সঙ্গে টিজারে দেখা যায়, তমা মির্জা ও সুনেরাহকে। মজার বিষয় হলো, সাধারনত টাইটেলে নায়কদের নাম আগে দেখানো হলেও এখানে শুরুতে তমা মির্জা, এরপর সুনেরাহ এবং শেষে আফরান নিশোর নাম দেখানো হয়েছে। টিজার প্রকাশের পর টিজারটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিশো ভক্তরা আলোচনায় মেতেছেন।
‘দাগি’ সিনেমায় তমা মির্জা
১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমার তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে! তার কয়েদি নম্বর ৭৮৬!
২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। দুবছর বিরতি দিয়ে তিনি ফের সিনেমা করছেন।
‘দাগি’ সিনেমায় আফরান নিশো
এর আগে পরিচালক শিহাব শাহীন জানান, দাগির কেন্দ্রীয় চরিত্রে নিশো। তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা ‘দাগি’।
গেল ডিসেম্বরে ‘দাগি’র শুটিং শুরু হয়। তখন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশো বলেছিলেন, আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।
‘দাগি’ সিনেমায় সুনেরাহ বিনতে কামাল
‘দাগি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মত পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মত অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।
এবার ফিল্মফেয়ার মনোনয়নে আছেন বাংলাদেশের প্রখ্যাত তিন তারকা
মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
|
মোশাররফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী
বিনোদন
ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার’। গত শতকের ষাটের দশক থেকে বলিউডে এই পুরস্কার প্রাদাণ করা হয়। একটা সময় হিন্দি ভাষার বাইরের তারকাদের কাছে ফিল্মফেয়ার পুরস্কার ছিলো অসাধ্য। কিন্তু সময়ের দাবীতে ফিল্মফেয়ার হিন্দি ছবির বাইরে দেশটির বিভিন্ন অঞ্চলভিত্তিক পুরস্কারের আয়োজন করে। ফিল্মফেয়ার বাংলা’র যাত্রাও শুরু হয়েছে এক দশকের বেশি সময় ধরে। আর সেই পথচলার শুরু থেকেই বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের নাম জুড়ে আছে। তিনি এরইমধ্যে বেশকিছু ফিল্মফেয়ার নিজের করে নিয়েছেন।
গত বছরই প্রথম জয়ার বাইরে অন্য কোন বাংলাদেশি তারকা এই পুরস্কার পান। সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জেতেন তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল।
‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী
২০২৪-এর সেরা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে ফিল্মফেয়ার বাংলার আসর বসার কথা আসছে ১৮ মার্চ। তার আগে ফিল্মফেয়ার কতৃপক্ষ প্রকাশ করেছে মনোনয়ন। তাতে জয়া আহসান ছাড়াও দেখা যাচ্ছে বাংলাদেশের দুজন প্রখ্যাত অভিনয়শিল্পীর নাম। তারা হলেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
জানা গেছে, প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ এর জন্য সেরা অভিনেতার মনোনয়ন (সমালোচক ক্যাটাগরী) পেয়েছেন চঞ্চল। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। অর্থাৎ চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম—দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন।
‘হুব্বা’ ছবিতে নাম ভূমিকায় মোশাররফ করিম
ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন কিছু নয়। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারটিও তিনি পেয়েছিলেন।
এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (জনপ্রিয় ক্যাটাগরী) বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও রয়েছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।
ঢালিউডের প্লেব্যাকে (সিনেমার গান) এন্ড্রু কিশোর পরবর্তী যুগে দাপিয়ে বেড়িয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এরপর নকল গানের প্রতিবাদে দীর্ঘদিন দূরে ছিলেন প্লেব্যাক থেকে।
বিরতি কাটিয়ে ফেরার পর গেয়েছেন হাতে গোনা কয়েকটি গান। তবে সিনেমার গানে আসিফ আকবরের অনুপস্থিতি ঘুচতে চলেছে। দীর্ঘ বিরতির পর সিনেমায় গাইলেন আসিফ আকবর।
আসিফ আকবর বলেন, ‘অনেকদিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার উপর আবার এখন বয়স হয়েছে। কিন্তু এরপরও যখন প্রযোজক পরিচালক বলে এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজেই অনুভব করি আসলেইতো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।’
‘টগর’ ছবির পোস্টারে পূজা চেরী ও আদর আজাদ, আসিফ আকবর (ডানে)
এআর মুভি নেটওয়ার্ক এর প্রযোজনায় ‘টগর’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে। এছাড়াও রয়েছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ারের মতো তুখোড় অভিনয়শিল্পী।
চট্টগ্রামে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
দেশজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। বাদ পড়ছে না শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মনে করছেন ধর্ষণ ও হেনস্তা থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরি।
দেশের চলমান এ পরিস্থিতিতে ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরী বলে মনে করছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি।
রুবেল বলেন, ‘আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।’
নব্বইয়ের দশকে চিত্রনায়ক রুবেল
শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, ‘স্কুল-কলেজে কারাতে শিক্ষায় সবার শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি, ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি দরকার। একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। তিনি যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবেন, তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবেন। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।’