জো বাইডেন থেকে শেখ হাসিনা : ভবিষ্যতের রাস্তা সহজ নয়



দেবদুলাল মুন্না
জো বাইডেন ও শেখ হাসিনা

জো বাইডেন ও শেখ হাসিনা

  • Font increase
  • Font Decrease

নতুন মেরুকরণ কোন পথে

ফ্রান্সিস ফুকুয়ামো মনে করেন, আধুনিক যুগে গণতন্ত্র সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে দুই কারণে। প্রথমত, মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আছে। দ্বিতীয়ত, গণতন্ত্র সকল মানুষকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ফুকুয়ামোর এ কথা আজকের রাজনৈতিক বাস্তবতায় কতোটুকু সফল এটা সবাই জানেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সালের বাৎসারিক গবেষণাপত্রে দেখা যাচ্ছে,২০২০ সালেই প্রায় ৭৫ ভাগ মানুষের দেশে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সুযোগ সংকীর্ণ হয়েছে, রাষ্ট্র জরুরি অবস্থার সুযোগ নিয়ে কর্তৃত্ববাদের দিকে ঝুঁকেছে। ২০২১ সালে ৭৫ ভাগ নয় ৮২ ভাগ মানুষের দেশেই দেখা যাচ্ছে গণতন্ত্রের নামে প্রহসন চলছে। খোদ যুক্তরাষ্ট্র রয়েছে এগিয়ে।

মজার ঘটনা ঘটেছে ২০২১ সালের ২৮ ডিসেম্বর। এদিন জর্ডানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে আইনপ্রণেতাদের (এমপি) মধ্যে মারামারি হয়েছে। আমাদের দেশেও সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সঙ্গে ছোট ছোট দলের নেতারা সংলাপে গেলেও ২৯ ডিসেম্বর আবার বড় দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপে যাবেন না তারা। এ সংলাপ প্রহসনের।

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একসময় একচেটিয়া মোড়লগিরি করত যুক্তরাষ্ট্রের অনুগত রাষ্ট্র ভারত। কিন্তু কয়েকবছর থেকে ভারতের প্রভাব কমেছে এবং ২০২১ সালে ভারতের প্রতি কুটনৈতিকভাবে বেশিমাত্রায় ঝুঁকে পড়া থেকে সরে এসেছে বাংলাদেশ।চীন ও আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশও চীনের প্রতি ঝুঁকছে। ফলে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে আঞ্চলিক ভূরাজনীতির নতুন মেরুকরণ মোকাবেলায় বেশ জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।

এদিকে ২০২১ সালে চীনে পুঁজি পুঞ্জীভবন ঘটছে দ্রুতগতিতে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে ব্যক্তি পুঁজিপতির পাশাপাশি রাষ্ট্রের হাতেও বিপুল বিনিয়োগযোগ্য পুঁজির সমাবেশ ঘটেছে। যুক্তরাষ্ট্র এখন চীনকে হুমকি হিসেবে বিবেচনা করছে, ভারত নিজের ও মার্কিন তাগিদে চীনের তত্পরতা বিষয়ে সতর্ক। সিল্ক রোডের বাস্তবায়ন তাই সামনে মসৃণ হবে না। কারণ চীনের মদদপুষ্ট নেপাল, শ্রীলংকা ও আগে থেকে পাকিস্তান সবকটি দেশই ২০২১ সালে ভারতের সঙ্গে বিভন্ন বিরোধে জড়িয়েছে। মিয়ানমার চীনের অনুগত আগে থেকে।

২০২১ সালে বাংলাদেশকে বেশি করে কাছে টানতে পেরেছে চীন এবং এগুলো সবই চীনা বিনিয়োগের কারণে। ফলে ভারত একা হয়ে পড়ছে।

নতুন বছরের ফেব্রুয়ারী মাসে চীনের বেইজিংয়ে হবে শীতকালীন অলিম্পিক। তবে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন ও মানবতা বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে এ অলিম্পিকে নিজেদের কোন কুটনীতিককে না পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক অলিম্পিককে ঘিরে নতুন বছরের শুরুতেই আরেক ধাপের অবনতি দেখা যেতে পারে।এমন খারাপ সম্পর্ক অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে রাশিয়ার।

নতুন বছরের শুরুতেই জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউরোপীয় নিরাপত্তা এবং ইউক্রেন সংঘাত নিয়ে বহু প্রত্যাশিত আলোচনায় বসবে। রাশিয়ার পূর্ব সীমান্তে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের দাবিসহ মস্কো নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানানোর পর আলোচনার বিষয়টি উঠে এল।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র গত ২৮ ডিসেম্বর রাতে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাশিয়ার সঙ্গে ১০ জানুয়ারি আলোচনা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও তারিখটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনেভায় বৈঠক অনুষ্ঠিত হবে।

গত জুন মাসে এখানেই প্রথম সম্মেলন করেন পুতিন ও বাইডেন।

রাশিয়া বলছে, পশ্চিমা দেশগুলো এবং ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছাকাছি বিপজ্জনকভাবে অগ্রসর হচ্ছে। ডিসেম্বরের শুরুর দিকে মস্কো পশ্চিমাদের কাছে ব্যাপক নিরাপত্তার দাবি তুলে ধরে। মস্কোর দাবি, ন্যাটো অবশ্যই সোভিয়েত অঞ্চলের নতুন সদস্যদের স্বীকার করতে পারবে না এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে যুক্তরাষ্ট্র নতুন ঘাঁটি গাড়বে না। এদিকে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের রাশিয়ার ওপর চাপ কমছেই না। ২৯ ডিসেম্বরও চাপ দিয়েছে , বলেছে, ইউক্রেনের ব্যাপারে হস্তক্ষেপ যেন না করে রাশিয়া।

এসব কারণে রাশিয়াও চাচ্ছে যুক্তরাষ্ট্র বিরোধী একটি জোট তৈরি করতে। গত সেপ্টেম্বরে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাতকারে পুতিন বলেছিলেন, ভারত ও চীনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করছি। সক্ষম হলে আমরা তিনশক্তি মিলে যুক্তরাষ্ট্রের সব দেশের ব্যাপারে একচেটিয়া খবরদারি রুখে দিতে পারব।

অতীতে ভ্লাদিমির পুতিন ভারত ও চীনের মধ্যে শান্তি স্থাপনে মধ্যস্থতার ভূমিকা পালন করছেন। দুই দেশের সীমান্তে যে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী অচলাবস্থা, তার অবসানে তিনি নরেন্দ্র মোদি ও সি চিন পিংকে মুখোমুখি আলোচনায় বসার উদ্যোগ নিয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্টের একজন সহকারীর বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, ১৫ ডিসেম্বর চীনের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের ভিডিও কলে কথা হয়েছে। পুতিন ৬ ডিসেম্বর তাঁর দিল্লি সফরের বিষয়ে সি চিনকে জানিয়েছেন। দুই নেতা খুব কাছাকাছি সময়ের মধ্যে আরআইসি (রাশিয়া-ভারত-চীন) রূপরেখা অনুসারে সম্মেলন করতে সম্মত হয়েছেন।

চীন ও ভারত বন্ধুত্ব দুই দেশই রাশিয়ার নিরাপত্তা সরঞ্জামের প্রধান ক্রেতা। তবে ভারত যুক্তরাষ্ট্র লাইন ছাড়বে না বলেই মনে করছেন ৭৩ ভাগ বিশেষজ্ঞ। এ নিয়ে প্রতিবেদন করেছে কাউন্টার পাঞ্চ ২৮ ডিসেম্বর।যদিও সোভিয়েত ইউনিয়ন পতনের পর রাশিয়ার প্রধানমন্ত্রী প্রিমাকভ প্রথম রাশিয়া-চীন-ভারত ত্রিপক্ষীয় কৌশলগত রূপরেখার প্রস্তাব করেন। তাঁর আশা ছিল তিন দেশের মধ্যে একটা টেকসই জোট হবে। কিন্তু আরআইসি গতি পায়নি।

এ ডিসেম্বরে রাশিয়ার সবচেয়ে পুরোনো মানবাধিকার সংগঠন ‘ইন্টারন্যাশনাল মেমোরিয়াল’ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ভারতের মানবাধিকার সংগঠনগুলোও সোচ্চার হয়েছে এ ঘটনায়।

এসব মেরুকরণের কোনটা আদৌ ঘটবে বা ঘটবে না এসবের ওপর নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। নিচে কয়েকটি দেশের রাজনৈতিক গতিপ্রকৃতির কিছু সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্র

২০২১ সালের ২০ জানুয়ারি ক্ষমতায় বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তার প্রশাসন যেসব কিছু প্রতিশ্রুতি দেয়। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান, বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন, মার্কিন নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা, চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ, রাশিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক স্থাপন, ইরান পারমাণবিক চুক্তি পুনরুদ্ধার।

কিন্তু বছরশেষে এরমধ্যে অনেকগুলোই অমীমাংসিত থেকে গেছে। ২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি ও ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদুটো অবস্থানকে ঠিক করেন বাইডেন প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার মধ্য দিয়ে নতুন পদক্ষেপ শুরু করেন তিনি। রাশিয়াও চীনের সঙ্গে অবস্থা আগেরই মতোন নয় বরং অবনতি হয়েছে বছরের শেষে। এ বছরটি যুক্তরাষ্ট্র শেষ করেছে ‘গণতন্ত্র সম্মেলন’ দিয়ে।

কিন্তু এটিও সব দেশের অংশগ্রহণে সফল হয়নি। বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করেছে বলে একটি জরিপ সমীক্ষায় জানিয়েছে হাফিংটনপোস্ট। বাইডেন শারীরিকভাবেও অসুস্থ হয়ে এবছর তিনবার চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ফলে বাইডেন না বারাক ওবামার মতো ক্যারিশম্যাটিক না ট্রাম্পের মতো পাগলাটে। তিনি বিশ্ব রাজনীতিকে ভালো’র দিকে আগামীতে নিতে পারবেন না বলে মন্তব্য নোয়ম চমস্কির।

বাংলাদেশ

চলতিবছরের ১৬ ডিসেম্বর বিবিসি ‘স্বাধীনতার ৫০ বছর: বাংলাদেশের ইতিহাসে মোড় ঘোরানো ১৪টি ঘটনা যেভাবে ঘটেছিল’ শীর্ষক একটি প্রতিবেদনে যে ১৪টি ঘটনাকে উল্লেখ করেছে সেগুলো হচ্ছে-

১.বাকশাল গঠন,২.শেখ মুজিব হত্যা,৩. নভেম্বর ১৯৭৫: অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও জেল হত্যা ৪. জিয়ার ক্ষমতা গ্রহণ ও হত্যাকাণ্ড ৫. এরশাদের ক্ষমতা গ্রহণ ও পতন ৬.উনিশ'শ একানব্বই সালের নির্বাচন ৭. খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ৮. সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়া ৯. ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ১০. একুশ বছর পর ক্ষমতায়আওয়ামী লীগ ১১. এক এগারো ২০০৭, ১২. দু'হাজার আট সালের নির্বাচন ও যুদ্ধাপরাধীর বিচার ১৩. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ১৪. দু'হাজার চৌদ্দ সালের ৫ই জানুয়ারির নির্বাচন।

এ প্রতিবেদরে পয়েন্টগুলো উল্লেখ করার কারণ হচ্ছে, বাংলাদেশ স্বাধীনতা লাভের পর খুব মসৃণ পথে এগুতে পারেনি। কারণ দীর্ঘ সমারিক শাসনের পর সংসদীয় ব্যবস্থায় ফিরলেও দোষারুপ ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরুতে পারেনি রাজনৈতিক সংস্কৃতি। বর্তমানে বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ ও তার বিদেশ যাত্রা নিয়ে আইনে কি বলে কি বলে না এ নিয়ে বছর শেষ হতে যাচ্ছে। তবে শেখ হাসিনার নেতৃত্বে মেট্রোরেলের, পদ্মা সেতুর কাজের গতি বৃদ্ধি পেয়েছে ২০২১ সালে।

আলোচিত হচ্ছে বেশি ডিজিটাল আইন। গত ২৮ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর প্রধানমন্ত্রী, মন্ত্রী, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগেই ৪০ শতাংশ মামলা হয়েছে বলে দাবি করেছে আর্টিকেল নাইনটিন।

২০২১ সালের শেষ দিকে এসে রাজনীতিতে আবার উত্তাপের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।বিএনপি সংলাপে যাচ্ছে না।তারেক তনয়া জাইমাকে নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রীর অশালীন মন্তব্য ও পদত্যাগ, এর আগে গাজীপুরের মেয়রকে দল থেকে বহিস্কার করা সব মিলিয়ে মনে হচ্ছে আওয়ামীলীগের ভেতরে আওয়ামীবিরোধী একটি চক্র সক্রিয় বছরের দ্বিতীয় ভাগে এসে বেগম খালেদা জিয়ার মুক্তি রাজনীতি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে পড়ে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বছরের শেষ দিকে বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পুরো বছর জুড়ে অভ্যন্তরীণ কোন্দল দেখা গেছে। বছরশেষের দিকে ইউপি ইলেকশনে বেশ কিছু জায়গায় সরকারি দলটির ভরাডুবি হয়েছে।

২০২১ সালে জামায়াতে ইসলামের জায়গায় ইসলামপন্থী দলগুলোর মধ্যে সবচে আলোচনায় ছিল হেফাজত।হেফাজতের আমীর আহমদ শফীর মৃত্যুর পর জুনায়েদ বাবুনগরী দায়িত্ব নিয়েছিলেন এবং তখনই তিনি হেফাজতকে একটি জঙ্গি রূপে প্রকাশ করেছিলেন। যদিও জুনায়েদ বাবুনগরী মৃত্যুর পর একে একে মৃত্যু হেফাজতকে কোণঠাসা করে ফেলেছে। কিন্তু সাম্প্রদায়িক গোষ্ঠীর যে শক্তি সেই শক্তির প্রকাশ ঘটেছে হেফাজতের মধ্য দিয়ে। বাংলাদেশে মোদীর সফরকে ঘিরে হেফাজতের তান্ডব রয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত যেভাবে তাণ্ডব চালিয়েছে এটি উদ্বেগের।

অনেকে মনে করেন, জামায়াতের শীর্ষ নেতাদেরকে যুদ্ধাপরাধের কারণে দণ্ডিত করা হলেও সংগঠনটি এখনো টিকে আছে এবং তৃণমূল পর্যায়ে আবার শক্তিশালী হচ্ছে। দূর্গপূজার আগে ও সেসময় মন্দিরে মন্ডপে হামলা –ভাঙচুরের ঘটনা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি যেমন অকেজো তেমনই বিএনপির অবস্থাও কার্যত রাজপথে সক্রিয় নয়। খালেদা জিয়া সুস্থ, তারেক রহমান বিদেশে, এরকম সময় সামনের নির্বাচনে বিএনপি কিরুপে হাজির হবে সেটিও দেখার বিষয়। অন্য অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলো সংগঠিত হতে পারেনি। এরকম বাস্তবতায় ২০২২ সালের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটি এখনও স্পষ্টত নয়।

মিয়ানমার

দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী মিয়ানমারের। সবচেয়ে বেশি সময় ধরে সামরিক বাহিনীর শাসন চলেছে দেশটিতে। সর্বশেষ ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে আবারও ক্ষমতা নেয় তাতমাদো নামে পরিচিত সেনাবাহিনী। সর্বশেষ সংবিধান অনুযায়ী, দেশটির সেনাপ্রধান নিজেই নিজের বস। তিনি কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নন।

অস্ট্রেলিয়ার লোয়ি ইনস্টিটিউটের পূর্ব এশিয়াবিষয়ক গবেষক অ্যারন কনেলি ২০২১ সালের ১৮ ডিসম্বর সিএনএনকে বলেন,মিয়ানমারের সেনাবাহিনীকে যদি দেশের নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সম্মান-দুটির একটি বেছে নিতে বলা হয়, তবে তারা দেশ নিয়ন্ত্রণই বেছে নেবে।
মিয়ানমারের সামরিক শাসন গবেষক জার্মানির গিগা ইনস্টিটিউটের ম্যাক্রো বুন্তা লিখেছেন, স্বাধীনতার ছয় বছর আগেই বার্মিজ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় এবং দেশটির স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বেও ছিল সেনাবাহিনী। ফলে অফিসার ও সৈনিকদের মধ্যে রাজনৈতিক মনোভাব শুরু থেকেই ছিল।

মিয়ানমারের সঙ্গে জাপান এবং ভারতের সম্পর্ক বরাবরই ভালো ছিল। সামরিক শাসনও তাতে বাধা হতে পারেনি। তবে চীনের সঙ্গে সম্পর্কে কিছুটা শিথিলতা থাকলেও ১৯৮৮ সাল থেকে পরিস্থিতির পরিবর্তন হয়। চীন মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দেয় ১৯৮৮ সালে।এরপর থেকে চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক ভালো। মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে সবেচেয়ে বেশি সমালোচিত হয়েছে এ বছর। রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রেও মিয়ানমার আন্তরিক নয়। জাতিসংঘও কিছুটা উদাসীন। এর কারণে বাংলাদেশ ও একরকম চাপে রয়েছে।

ভারত

২০২১ সালের গত আগস্টে আমেরিকার দ্য আটলান্টিক পত্রিকায় একটি লেখা লেখেন আতিস তাসির। তাঁর মা ভারতের সাংবাদিক, বাবা পাকিস্তানের প্রয়াত শিল্পমন্ত্রী ও পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির। সাংবাদিক আতিস তাসির দীর্ঘ সময় মুম্বাইয়ে কাটিয়েছেন, কাছ থেকে দেখেছেন বলিউডকে। যে জগৎকে সমৃদ্ধ করেছে বিভিন্ন ভাষা, ধর্ম ও জাতের শিল্পীরা। তাঁর লেখা, দ্য ওয়ার অন বলিউড-এ (বলিউডের বিরুদ্ধে যুদ্ধ) তাসির লিখেছেন, ভারতের যে একটা জাতীয় পুরাকথা (মিথ) আছে, নাচে-গানে ভরা বলিউড তাকেই ধারণ করে। তিনি লিখেছেন, ‘কিন্তু বলিউডের কৃতিত্ব অন্যত্র। সামাজিক ন্যায়, নারী থেকে সমকামীদের অধিকার, অন্য ধর্মে বিবাহের মতো সিরিয়াস বিষয়কেও বলিউড বিনোদনের সঙ্গে মেশাতে পারে, তাই বলিউডের ছবি বাণিজ্যিক ও রাজনৈতিক দুই-ই। ভারতের বহুত্ববাদকে ধারণ করে বলিউড। আজকের রাজনৈতিক আবহাওয়ায় সেই কারণেই টার্গেট করা হচ্ছে বলিউডকে। একসময় হলিউডে যেমন শিল্পীদের একটা কালোতালিকা বানানো হয়েছিল, তেমনি হচ্ছে বলিউডে।’

বলিউডের অনেক মুভিতেও কিছু ডায়লগ জনপ্রিয় হয়ে উঠে , তেমনই ভারতের রাজনীতিতে ‘বজরংবলী’ এখন পপুলার। আর ভিলেনের মতো অশ্লীল মন্তব্য তো যেন রাজনীতিতেও স্বাভাবিক ঘটনা বলে মনে করেন সাংবাদিক ও লেখক আতিস তাসির। তিনি উল্লেখ করেছেন, ১৯৯৯ সালের একটি ঘটনা। সেই সময়ের বিজেপি নেতা এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রমোদ মহাজন বলেছিলেন,সোনিয়া গান্ধী যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে মনিকা লিউইনস্কিই বা পারবেন না কেন?

মোনিকা লিওনেস্কি মানে অ্যামেরিকার প্রেসিডেন্ট থাকার সময় বিল ক্লিন্টন যার সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। প্রমোদ যখন এই কথা বলছেন, তার এক বছর আগে সোনিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ডয়েচে ভেলে ভারতের রাজনীতিতে শিষ্টাচার কেমন এ নিয়ে প্রতিবেদন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কের জবাব দিতে গিয়ে বলেছিলেন, মনমোহন সিং ৩৫ বছর ধরে ভারতের আর্থিক সিদ্ধান্ত নেয়ার সঙ্গে জড়িত ছিলেন। এই সময়ে এত কেলেঙ্কারি হয়েছে। কিন্তু তার গায়ে কোনো দাগ লাগেনি। একমাত্র তিনিই জানেন, বাথরুমে রেনকোট পরে কীভাবে স্নান করতে হয়।

রাহুল গান্ধীকেবিজেপি 'পাপ্পু' বলে পুরো ২০২১ সাল ট্রল করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’।
অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরু সদ্যপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ই প্রথম মমতার উদ্দেশ্যে এ কথা বলেছিলেন।পরে বিজেপি বলতে শুরু করেছে।

ভারতে কৃষক আন্দোলন নিয়ে বেকায়দায় ছিল মোদী সরকার। বাংলাদেশ বেশি চীনের দিকে ভীড়ে যাচ্ছে কি না এ নিয়েও চিন্তিত ভারত।

চীন

চলতি বছরের ১১ ডিসেম্বর বিএনপি এক বিবৃতিতে বলেছে , চীনা রাষ্ট্রদূতের বক্তব্য দেশের মানুষকে ক্ষুদ্ধ ও আহত করেছে। এর আগে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত লি জিমিং তার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত গণতন্ত্র শীর্ষ সম্মেলন একটা প্রহসন। বাংলাদেশসহ বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী সম্মেলনে অংশগ্রহণকারী দেশের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছে। গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার যোগ্যতা যুক্তরাষ্ট্র রাখে কি না।

লি জিমিং আরও বলেন, বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন ও গণতন্ত্রের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। যে দেশে একটি সরকারের যখন ব্যাপক জনসমর্থন রয়েছে, তখন তা যদি গণতন্ত্র হিসেবে স্বীকৃত না হয়, তাহলে হয়তো গণতন্ত্রের সংজ্ঞাটি পুনর্মূল্যায়ন করার অথবা এই সংজ্ঞার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে।

এরপরই বিএনপি এ বিবৃতি দেয়। বিএনপি নিয়ে একটা কথা চালু রয়েছে যে দলটি ভারত বিরোধী ও চীনের মদদপুষ্ট। কিন্তু এখন যতো সময় যাচ্ছে বিএনপি চীনের বিপক্ষে অবস্থান নিচ্ছে ও ভারতের সঙ্গেও নাকি যোগাযোগ রক্ষা করছে।

তো, বিএনপির বিবৃতির অংশবিশেষ হুবহু এমন:

‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণ আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমির স্বাধীনতার মূল চেতনা হলো গণতন্ত্র, সাম্য, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার। জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতাসীন গণবিরোধী এই অবৈধ সরকার গোটা দেশবাসীকে এই সকল অধিকারসমূহ থেকে লাগাতারভাবে যখন বঞ্চিত করে চলছে, বাংলাদেশের জনগণ যখন তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সোচ্চার, বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণতান্ত্রিক মহল ও মানবাধিকার সংগঠন যখন লাগাতারভাবে এই সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়ে চলছে, ঠিক তখনই গণপ্রজাতন্ত্রী চীনের পক্ষ থেকে বাংলাদেশ ও বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকারের পক্ষে দেওয়া এই বাস্তবতা বিবর্জিত বক্তব্য দেশের মানুষকে গভীরভাবে ক্ষুব্ধ ও আহত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'বহু ত্যাগের বিনিময়ে আমরা জনগণের সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সংসদীয় সরকার ব্যবস্থা, জবাবদিহিতা ও বাক-স্বাধীনতার মতো মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেছিলাম। নিরপেক্ষ ও অবাধ নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণ চর্চা করেছিল তাদের ভোটাধিকার। কিন্তু, ক্ষমতাসীন এই অবৈধ সরকার তা ধ্বংস করে চলছে প্রতিনিয়ত।

বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত। অর্জিত সংসদীয় সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও জবাবদিহিতা আদায়ের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহকে স্থায়ী প্রাতিষ্ঠানিকীকরণের পথে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীই আজ সবচেয়ে বড় বাধা। সরকারের কর্তৃত্ববাদী এই আচরণের কারণে বাংলাদেশ রাষ্ট্রটি আজ একটি গণধিকৃত ফ্যাসিষ্ট রাষ্ট্রে পরিণত হয়েছে।'

   

ছেলেরা খাবার দেয় না, ভিক্ষার থলি হাতে পথে পথে জাহানারা!



ছাইদুর রহমান নাঈম, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

‘বাবা, গতবছর কোরবানির ঈদে গরুর গোশত খাইছিলাম। এর পর আজ পর্যন্ত একটা কুডি (টুকরো) খাইতারলাম না। আগামী কোরবানির অপেক্ষায় তাকিয়ে আছি। এইবার রোজার ঈদেও একটু ভালো খাওন (খাবার) পাইনি। মাইনসে কিছু সেমাই দিছিলো কিন্তু জন্ম দেয়া ছেলেরা আমারে কিছুই দেয় না কোনো সময়ই। ঈদেও কিছু দিলো না। তারা দিলে মনডায় শান্তি লাগতো। তবুও তারা সুখী হউক’!

দীর্ঘশ্বাস ছেড়ে এবং আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন বয়োবৃদ্ধ ভিক্ষক জাহানারা (৬৫)।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বচর পাড়াতলা গ্রামে তার বাড়ি। কর্মে অক্ষম হয়ে ২০ বছর ধরে ভিক্ষার থলি হাতে নিয়ে ভিক্ষা করছেন বৃদ্ধ জাহানারা। বয়সের ভাড়ে নুইয়ে পড়েছে শরীর। একটি ব্যাগ আর লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে হেঁটে চলেছেন কটিয়াদী বাজারের পথে পথে! এই দোকান থেকে ওই দোকান!

জাহানারার সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ে হওয়ার দুই বছর পর থেকে টেনেটুনে চলেছিল সংসার তাদের। স্বামী অলস প্রকৃতির ও ভবঘুরে হওয়ায় কোনো সময়ই সংসারে সচ্ছলতা আসেনি।

অভাবের কারণে একসময় তিনিও মানুষের বাড়িতে কাজ শুরু করেন। পরে স্বামী সফর উদ্দিনও (৭৫) অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যান। বয়সের কারণে জাহানাকে মানুষ কাজে নেয় না। বাধ্য হয়ে ভিক্ষা করতে শুরু করেন জাহানারা, যা আজ অব্দি চলছে। ২০ বছর পার হতে চললো।

জাহানারা, সফর উদ্দিন দম্পতির দুই মেয়ে ও দুই ছেলে। তারা সবাই যার যার নিজেদের পরিবার নিয়ে সংসার করছে। কেউই মা-বাবার খোঁজ নেয় না। মেয়েরা মাঝে-মধ্যে খোঁজ নিলেও ছেলেরা একদমই নেয় না জানালেন জাহানারা।

ছেলেরা খাবার দেয় না! ভিক্ষার ঝুলি হাতে পথে পথে ভিক্ষা করেন জাহানারা, ছবি- বার্তা২৪.কম

জাহানারার নামে একটু জমি ছিল। সেটুকুও ছেলেরা লিখে নিয়েছে। বর্তমানে বাড়ি থেকে কিছুটা দূরে বাবা-মা ঝোপঝাড় সংলগ্ন কবরস্থানে ঝুপড়ি ঘরে বসবাস করছেন। বেঁচে থাকার পরেও কবরস্থানই যেন হলো বাবা-মায়ের হলো আপন ঠিকানা! বৃষ্টি হলে ঘরে পানি পড়ে আর রাত হলেই শিয়াল ও বন্য প্রাণীর শব্দে রাত কাটে তাদের।

তার সঙ্গে কথা বলে আরো জানা যায়, গত কোরবানির ঈদে মানুষের দেওয়া গরুর মাংস খেয়েছেন। এরপর ইচ্ছে হলেও কাউকে বলার ও কিনে খাওয়ার কোনোটাই সম্ভব হয়নি তাদের পক্ষে। মাঝে-মধ্যে মানুষের দেওয়া মুরগি পেলেও অন্য মাংস তাদের জন্য স্বপ্ন হয়েই আছে। সে কারণে সারাবছর কোরবানির অপেক্ষায় থাকেন তারা।

সপ্তাহে প্রতি মঙ্গলবার কটিয়াদী বাজারে ভিক্ষা করতে আসেন জাহানারা। পাঁচ থেকে ছয়শ টাকা আয় হয়। বয়স্ক ভাতা যা পান, তা দিয়ে জোড়াতালি দিয়ে স্বামী-স্ত্রীর সপ্তাহের খাবার খরচ মেটাতে হয়।

বৃদ্ধ জাহানারা বার্তা২৪.কমকে বলেন, ‘তিনটা ছিঁড়া কাপড় দিয়ে বছর পার করছি। এবার ঈদে একটি কাপড়ও পাইনি। ফেতরার দানের আড়াইশ টাকা শুধু পাইছি। মানুষ মাঝে-মধ্যে খাইতে দ্যায়। বাকি দিনগুলো কেমনে যে পার করি, আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিছু'!

 

 

;

বিলের মাঝে উড়োজাহাজ! দেখতে আসেন সবাই!



ছাইদুর রহমান নাঈম, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

গাজীপুর (কাপাসিয়া) থেকে ফিরে: দূর থেকে দেখে হবে, ধানের জমির মাঝে ঠাঁয় দাঁড়িয়ে আছে, এক উড়োজাহাজ। কাছে গেলেই দেখা যাবে, কাগজ দিয়ে তৈরি উড়োজাহাজের আদলে তৈরি একটি ডিজাইন।

ভুল ভাঙবে তখন, যখন ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, আসলে এটি একটি রেস্টুরেন্ট, উড়োজাহাজ নয়! গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের পূর্ব খামের গ্রামের রফিক নামে এক তরুণ তৈরি করেছিলেন এই ‘বিমান বিলাশ রেস্টুরেন্ট’টি।

কয়েক বছর আগে এই রেস্টুরেন্ট-মালিক প্রবাসে চলে গেলে এটিও বন্ধ হয়ে যায়। তারপরেও এটিকে একনজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ এখানে ছুটে আসেন। উড়োজাহাজ আকৃতির এই দৃশ্য দেখে মুগ্ধ হন তারা।

সরেজমিন দেখা যায়, পলিথিন দিয়ে কারুকার্য করে তৈরি করা এটিতে রয়েছে জানালা ও একটি দরজা। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এখানে শিশুদের আনাগোনাই বেশি। বড়দের হাত ধরে এসে এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে বাড়ি ফিরে যায় তারা।

গাজীপুরের কাপাসিয়ায় ধানক্ষেতের মাঝে উড়োজাহাজ আকৃতির রেস্তরাঁ । নাম- 'বিমান বিলাশ রেস্টুরেন্ট' , ছবি- বার্তা২৪.কম

এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, প্রতিদিন সকালে ও বিকেলে এটি দেখার জন্য অনেক মানুষ এখানে ছুটে আসেন। এছাড়াও আশপাশের জায়গাগুলোও বেশ মনোরম। প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। সে কারণে সবসময়ই লোকজন এখানে বেড়িয়ে যান।

প্রথম যখন উড়োজাহাজ আকৃতির এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়, তখন এটি দেখতে আরো বেশি সুন্দর ছিল। রাতেও মানুষজন আসতেন। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা এটি দেখে আসল উড়োজাহাজে চড়ার স্বাদ নিয়ে বাড়ি ফিরে যায়।

;

শিশু রায়হানের শ্রমেই মা-নানার মুখে দুমুঠো ভাত ওঠে!



শাহজাহান ইসলাম লেলিন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

আমার বাবা মারা গেছেন দুই বছর আগে! আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে আর মাকে চাচারা বাড়ি থেকে বের করে দেয়। আমার নানা বৃদ্ধ মানুষ। নানী মারা গেছে। আমরা তার বাড়িতে থাকি।

আমার মা অন্যের বাড়িতে কাজ করে আর আমি স্কুল শেষে হাসপাতালে এসে খেলনা ও বেলুন বিক্রি করি। আমার টাকা দিয়ে চাল কিনি। আমার মায়ের টাকা দিয়ে তরকারি কিনি, বার্তা২৪.কমের সঙ্গে আলাপচারিতায় এমন কথা বলছিল পঞ্চম শ্রেণি পড়ুয়া রায়হান ইসলাম।

রায়হান ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের মৃত আবু বক্কর আলীর ছেলে ও স্থানীয় নিতাই ডাঙাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রায়হানকে খেলনা ও বেলুন বিক্রি করতে দেখা যায়। এসময় হাসপাতালে আসা রোগীর স্বজনেরা তাদের সন্তানদের আবদার পূরণ করতে রায়হানের কাছ থেকে এসব খেলনা কিনছেন।

দারিদ্র্যের কষাঘাতে বাস্তবতা যেন বুঝতে শিখেছে রায়হান। প্রচণ্ড দাবদাহে ও তাপপ্রবাহের মধ্যেও রোদে পুড়ে মায়ের আর বৃদ্ধ নানার মুখে দুমুঠো ভাত তুলে দিতে যেন রায়হানের চেষ্টার শেষ নেই।

খেলার বয়সে খেলনা আর বেলুন হাতে ছোটে বিক্রি করতে। মাঝে-মধ্যে কোনো ক্রেতা না থাকলে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় দাঁড়িয়ে খেলনা আর বেলুন বিক্রি করে রায়হান। খেলাধুলায় ব্যস্ত থাকার কথা থাকলেও বাধ্য হয়ে এই বয়সে ছুটতে হয় পথেঘাটে। দারিদ্র্য রায়হানকে ঠেলে দেয় কাঠফাঁটা রোদের জগতে।

খেলার বয়সে খেলনা বিক্রি করতে ছোটে অসুস্থ মায়ের মুখে দুটো ভাত তুলে দিতে, ছবি: বার্তা২৪.কম

রায়হান বলে, আমি পড়ালেখা করে বড় কিছু করে আমার মায়ের কষ্ট দূর করতে চাই! আমাদের খবর কেউ নেয় না। আমার মা অসুস্থ! মানুষের বাসায় বেশি কাজও করতে পারে না। আমি এগুলো বিক্রি করে রাতে বাজার নিয়ে যাই।

আমাদের কেউ সাহায্য করে না! আমি যে টাকা আয় করি, তা দিয়ে আমার মা আর নানার জন্য চাল, ডাল কিনি। মাঝে-মধ্যে বিভিন্ন জিনিসও কিনতে হয় এই টাকা দিয়ে। সব কিছু এই বিক্রির টাকা থেকেই কিনি!

এবিষয়ে নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিমুর রহমান আবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছিলাম। তবে বিষয়টা সেভাবে ভাবিনি! আগামীতে কোনো সুযোগ এলে আমি তাদের তা দেওয়ার চেষ্টা করবো।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজা বলেন, খোঁজখবর নিয়ে তাকে যেভাবে সাহায্য করা যায়, আমরা সেটি করবো।

বিদায় নিয়ে আসার আগে রায়হান বলে, আমাদের নিজের একটা বাড়ি করবো। আমার মাকে নিয়ে সেখানে সুখে থাকবো। পরে সারাক্ষণ শুধু কানে বাজতেই থাকে- আমাদের নিজের একটা বাড়ি করবো। আমার মাকে নিয়ে সেখানে সুখে থাকবো! আমাদের নিজের…!

;

তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ

২৯ এপ্রিল: আন্তর্জাতিক নৃত্য দিবস



প্রমা কান্তা, ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ’॥

কিংবা-
‘সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
হে মহকাল প্রলয়–তাল ভোলো ভোলো।।
ছড়াক তব জটিল জটা
শিশু–শশীর কিরণ–ছটা
উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো’।।

রবিঠাকুর বা কাজী নজরুল ইসলামের কলমে ছন্দ তোলা এ পংক্তি যেন মনের ভাব প্রকাশের এক অনন্য শিল্প। এ গানগুলো শুনলেই আনমনে আমরা নেচে উঠি।

নাচ বা নৃত্য আনন্দ প্রকাশের চেয়েও আরো বেশি কিছু; শুদ্ধ শিল্প চর্চার পরিশীলিত রূপ। নৃত্যের মুদ্রার শিল্পে মনের পর্দায় প্রকাশ পায় অব্যক্ত ভাব ও ভাষা। নৃত্য প্রাচীন সংস্কৃতির অংশ এবং ভাষার বাহনও বটে। সেটির আরো শিল্পিতরূপ তুলে ধরে ক্ল্যাসিক ধারার নৃত্য। প্রণয়ীর কাছে প্রণয়িনীর কিংবা প্রণয়িনীর কাছে প্রণয়ীর আত্মনিবেদনের চিরায়ত ধারা কিংবা সৃষ্টিকর্তার উদ্দেশে নিবেদন নৃত্যের ভাষা। মনের স্বতঃস্ফূর্ত আবেগ নৃত্যের মুদ্রার ভাষায় ভেসে ওঠে।

নৃত্যের মাহাত্ম্য ও প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দিতে উদযাপন করা হয়- আন্তর্জাতিক নৃত্য দিবস। প্রতিবছর ২৯ এপ্রিল বিশ্বব্যাপী নিজের পছন্দের নৃত্যের মুদ্রার মাধ্যমে উদযাপনে মেতে ওঠেন বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা। নৃত্য বিনোদন ও আনন্দ প্রকাশের সবচেয়ে পরিশীলিত শিল্প মাধ্যম।

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বার্তা২৪.কমের সঙ্গে নিজের আবেগ আর অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক জুয়েইরিয়াহ মৌলি (প্রোগ্রাম প্রোডাকশন- নৃত্য)।

মৌলি বলেন, নৃত্য শুধু বিনোদন বা পরিবেশনার বিষয় নয়। নৃত্যের তাত্ত্বিক দিকটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। নৃত্য নিয়ে গবেষণার প্রচুর সুযোগ আছে। পেশাগত জায়গা থেকে নৃত্য সমাজে সম্মানের আসনে অধিষ্ঠিত হোক!

তিনি বলেন, শুদ্ধ নৃত্য চর্চার মাধ্যমে শিল্পীরা নিজের এবং সমাজের কথা তুলে ধরুক। আজকের দিনে এটাই আমার প্রত্যাশা!

ধ্রুপদী নৃত্য, ছবি- সংগৃহীত

সৃষ্টির শুরু থেকেই তাল ও ছন্দের অস্তিত্ব রয়েছে প্রকৃতিতেও। আকাশে মেঘের আন্দোলন, বাতাসে দুলে ওঠা গাছের পাতা, দল বেঁধে পাখিদের উড়ে চলা, ফুলে মৌমাছির মধু বা প্রজাপতির গরল আহরণ, পানিতে মাছেদের ছলছল চলা, এমনকী বৃষ্টির আগমনে ময়ূরের পেখম তুলে দুলে ওঠা, সবাই যেন ছন্দে নেচে মেতে ওঠে আনন্দে।

আন্তর্জাতিক নৃত্য দিবসের উদযাপনের বিষয়ে উইকিপিডিয়াতে বলা হয়েছে- ফরাসি নৃত্যশিল্পী তথা আধুনিক ব্যালের রূপকার জ্যাঁ-জর্জেস নভেরের জন্মদিন উপলক্ষে ইউনেস্কোর 'পারফর্মিং আর্টস'-এর প্রধান সহযোগী আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নৃত্য কমিটির উদ্যোগে প্রতিবছর ২৯ এপ্রিল এই দিনটি উদযাপন করা হয়।

আইটিআই ও ইন্টারন্যাশনাল ডান্স কমিটি ১৯৮২ সালে প্রথমবার ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’ উদযাপন শুরু করে।

;