ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ

  • কবির আল মাহমুদ, স্পেন থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদ ও গ্রানাদাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ।

স্থানীয় সময় শনিবার (১৫ মে) সকাল ১১টায় রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র সোল (জিরো পয়েন্ট) এলাকায় জড়ো হয়ে হাজার হাজার স্পেনীয়দের সাথে বিভিন্ন মানবাধিকার সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আফ্রিকান, মরক্কো, সিরিয়া, আলজেরিয়াসহ বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বিক্ষোভে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মানবাধিকার সংগঠন ভালিয়ান্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত, তখন অবৈধ দখলদার ইসরাইল আবারও দানবীয় রূপে আবির্ভূত হয়েছে।

বিজ্ঞাপন

'ইসরাইল বের হও এবং 'ফিলিস্তিনের জন্য স্বাধীনতাসহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করে বিক্ষোভকারীরা। এ সময় সমাবেশস্থল স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে। বিক্ষোভকারীরা ইসরায়েলের এই আক্রমণকে গণহত্যা বলে আখ্যা দেন। এ সময় ফিলিস্তিনি কয়েকজন নাগরিক সমাবেশে উপস্থিতি হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান।