ফাহিম হত্যার বিচার চান নিউইয়র্কের বাংলাদেশি শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাহিম হত্যার বিচার চান নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা

ফাহিম হত্যার বিচার চান নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা

পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত এসএসসি ও এইচএসসি ২০১০-১২ ব্যাচের বাংলাদেশি শিক্ষার্থীরা । এ সময় তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) বিকেলে নিউইয়র্কের জ্যামাইকাতে প্রবাসী শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

বিজ্ঞাপন

এ সময় তারা ব্যানার ও পোস্টার নিয়ে ফাহিম হত্যার আসল রহস্য উদ্ঘাটনের পাশাপাশি, হত্যাকারীর দ্রুত বিচার চেয়ে বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা দাবি করেন। সেই সাথে নিউইয়র্ককে নিরাপদ শহর হিসেবে দেখতে চান তারা।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন ঘটনা যে কোনও সময় আমাদের সাথেও ঘটতে পারে। তাই আমরা নিরাপত্তা চাই। নিরাপদ শহরের দাবিতেই আমাদের এই আয়োজন। এ সময় বিচারের দাবিতে বাংলাদেশি কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।

বিজ্ঞাপন

এ সময় স্যাম ইমরান নামের এক প্রবাসী শিক্ষার্থী বলেন, সামান্য কিছু টাকার জন্য ফাহিম সালেহকে নিজ অ্যাপার্টমেন্টে তার ব্যক্তিগত সহকারী নির্মমভাবে হত্যা করেছেন। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর কঠোর শাস্তি চাই।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমরা দেখেছি একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি (জর্জ ফ্লয়েড) হত্যাকাণ্ডের সময় বাংলাদেশি কমিউনিটির সকলেই বিচারের দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ফাহিম সালেহ যে কি না আমাদের দেশের সম্পদ এবং মেধাবী একজন তরুণ উদ্যোক্তা ছিলেন। তার এই হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদই করতে দেখছি না আমাদের কমিউনিটির তেমন কাউকে। সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে যেন সবাই এগিয়ে আসেন।

মানববন্ধনে অংশ নেওয়া অপর এক শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, আমেরিকার মতো একটি দেশে এমন হত্যাকাণ্ড আমাদের ভাবিয়ে তুলছে। শুধু আমাদের নয়, এটা সবার মাঝে এক ধরনের ভীতি তৈরি করেছে। আমরা ফাহিমের এই হত্যাকাণ্ডে অত্যন্ত মর্মাহত। আমরা হত্যাকারীর ফাঁসি চাই।