স্প্যানিশ ফ্লুতে মারা যান ট্রাম্পের দাদা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ওয়াশিংটনের একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ডোনাল্ড ট্র্যাম্পের দাদা ফ্রেডরিক ট্রাম্প ১৯১৮ সালে আর এক মহামারী স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হন এবং মারা যান।
১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুয়ের কারণে বিশ্বে ৫০ কোটি মানুষ আক্রান্ত হন এবং প্রাণ হারান প্রায় ৫ কোটি মানুষ। স্প্যানিশ ফ্লু যাকে চলতি কথায় ইনফ্লুয়েঞ্জা বলা হয়!

বিজ্ঞাপন

জানা যায়, তখন স্প্যানিশ ফ্লুতে সবচেয়ে বেশি প্রাণ গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রেই। সে সময়ও এই ভাইরাসের সঙ্গে লড়তে অনেকটাই দেরি করে ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

ফ্রেড্রিক ট্রাম্পের জন্ম ১৮৬৯ সালে। ছিলেন একজন জার্মান-আমেরিকান ব্যবসায়ী এবং ট্রাম্প পরিবারের পিতৃপুরুষ। বাভারিয়ার কিংডম বর্তমানে জার্মানি-রাইনল্যান্ড-প্যালাটিনেটে ক্যালস্ট্যাডে জন্মগ্রহণ করেন ফ্রেড্রিক ট্রাম্প।

বিজ্ঞাপন

তিনি মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৮৯২ সালে তিনি মার্কিন নাগরিক হন।