টাইগ্রের রাজধানী ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ দাবি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগ্রের রাজধানী ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ দাবি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর

টাইগ্রের রাজধানী ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ দাবি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে রাজ্যের রাজধানী মেকেল্লেতে ভয়াবহ অভিযান পরিচালনা করেছে সরকারি বাহিনী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ দাবি করেছেন, টাইগ্রের রাজধানী মেকেল্লে সেনাবাহিনীর “সম্পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে।

টুইট বার্তায় প্রধানমন্ত্রী আবী বলেন, ফেডারেল সরকার এখন মেকেল্লে শহর পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। এটা জানাতে পেরে আমি খুশি আমরা টাইগ্রে অঞ্চলে সামরিক অভিযান সমাপ্ত ও বন্ধ করে দিয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা এখন যুদ্ধপরবর্তী পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কাজটি করছি। যারা পালিয়েছিল তাদের ফিরিয়ে আনতে হবে।

টিপিএলএফের নেতা রয়টার্সকে জানিয়েছে, এটি আমাদের অধিকার রক্ষার লড়াই এবং আক্রমণকারীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

এর আগে স্থানীয় ক্ষমতাসীন দল জানিয়েছে, রাজধানীতে ভারী অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ নিয়ে অভিযান শুরু করছে দেশটির সেনাবাহিনী।

মেকেল্লেতে অবস্থিত উত্তরাঞ্চলীয় সামরিক বাহিনীর সদর দফতরে হামলার অভিযোগ এনে গত ৪ নভেম্বর টিপিএলএফ’র বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন আবি। এরপর কয়েক সপ্তাহ ধরে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে ইথিওপিয়ার সামরিক বাহিনী। সরকারি বাহিনী জানিয়েছে, ৫ লাখ বাসিন্দাকে নিরাপদে রেখেই টিপিএলএফের কাছ থেকে শহরটি মুক্ত করতে পারবে তারা।

ইতোমধ্যে রাজ্যের কয়েকটি শহর পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। দু’পক্ষের সংঘাতে কয়েশ’ মানুষ নিহত হয়েছে। বাড়িঘর হারিয়ে উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ।

এদিকে যুদ্ধের বিস্তারিত জানা খুব কঠিন হয়ে পড়েছে। কারণ টাইগ্রেতে ফোন, মোবাইল, ইন্টারনেট সংযোগসহ সবধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

আলাদা বিবৃতিতে গোলা হামলা, প্লেন হামলা, গণহত্যার নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে টিপিএলএফ।

সূত্র:বিবিসি