জলপাইগুড়িতে ট্রাকের নিচে চাপা পড়ল গাড়ি, নিহত ১৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তারা ময়নাগুড়ির চূড়াভাণ্ডার, রানিরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে মৃতদের সেবার পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ৯ টা নাগাদ জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পাথর বোঝাই ট্রাক। সে সময় ট্রাকটির সঙ্গে দুইটি গাড়ির সংঘর্ষ হয়। যাত্রীসহ ট্রাকের তলায় চাপা পড়ে যায় গাড়ি দুইটি।  তবে গাড়ি দুইটিতে ঠিক কত জন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।  ঘটনাস্থলেই তিন শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়। হাসপাতালের পথে আরও ২ জনের মৃত্যু হয় বলে জানায় জলপাইগুড়ি পুলিশ।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি দুইটিতে শিশু-সহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এত বড় দুর্ঘটনায় মোট কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়।