পাকিস্তানে সাংবাদিক খুন
পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুক্কুর শহরে এক সাংবাদিক খুন হয়েছেন। অজয় লালওয়ানি নামে ওই সাংবাদিকের মৃত্যুতে গোটা দেশেই সমালোচনার ঝড় বইছে। অজয়ের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন তাঁর সহকর্মী-সহ দেশবাসীর।
পুলিশ শনিবার জানিয়েছে, গত বুধবার সালেহ পত এলাকার একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন অজয়। সেখানে দু’টি মোটরবাইক ও একটি গাড়িতে চেপে জনা কয়েক দুষ্কৃতি আচমকা হামলা চালায়। অজয়ের পেট, হাঁটু আর হাতে পরপর কয়েকটি গুলি চালিয়ে পালিয়ে যান তারা। প্রায় সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অজয়কে হাসপাতালে ভর্তি করানো হয়। গত বৃহস্পতিবার মারা যান তিনি।
স্থানীয় একটি টিভি চ্যানেল ও একটি উর্দু দৈনিকে কর্মরকম ছিলেন অজয়। পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব ছিলেন এই সাংবাদিক।
প্রাথমিক তদন্তের পরে সুক্কুরের পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত কোনও শত্রুতা থেকেই অজয়ের ওপরে হামলা হয়েছে। যদিও সেই দাবি নাকচ করে দিয়েছেন নিহত সাংবাদিকের বাবা দিলীপ কুমার। তাঁর দাবি, তাঁর ছেলের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না।