যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকি, নার্স গ্রেফতার
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে (৫৬) হত্যার হুমকি দেয়ার অভিযোগে মিয়ামির এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিভিয়ান পেটিট (৩৯) নামে ওই নার্সকে শনিবার(১৭ এপ্রিল) গ্রেফতারের কথা জানায়। খবর সিএনএনের।
সিএনএন বলছে, ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের একটি জেলা আদালতে সেখানকার নাস ফেলপসের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ দায়ের হয়েছিল গত ফেব্রুয়ারিতে। অভিযোগে বলা হয়, গত ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফেলপস ইচ্ছাকৃতভাবে এবং সজ্ঞানে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যা এবং শারীরিক ক্ষতি করার হুমকি দেন।
আদালতে অভিযোগপত্রে বলা হয়েছে, ফেলপস কারাবন্দিদের কাছে ভিডিও বার্তা পাঠানোর মাধ্যম জেপের মাধ্যমে তার স্বামীর কাছে একাধিক ভিডিও পাঠিয়ে ছিলেন। এই ভিডিওতে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যা ও শারীরিক ক্ষতি করার হুমকি দেন।
স্বামীর কাছে পাঠানো একটি ভিডিওতে ফেলপস বলেন, ‘কমলা হ্যারিস আপনি মরতে যাচ্ছেন। ইতোমধ্যে আপনার দিনগণনা শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি আরেকটি ভিডিওতে তিনি বলেন, আমি বন্দুক তুলে নিতে যাচ্ছি...। ঈশ্বরের কসম, আজই আপনার দিন। আপনি মরতে যাচ্ছেন... আজ থেকে ৫০ দিন। এই দিনটিকে লিখে রাখুন। তোমাকে হত্যার জন্য আমাকে ৫৩ হাজার ডলার দেয়া হয়েছে এবং আমি কাজটি করতে যাচ্ছি।
গ্রেফতারকৃত নিভিয়ানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ৫৬ বছর বয়সী কমলা হ্যারিস গত বছরের ৪ নভেম্বর প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন ও প্রথম দক্ষিণ-এশীয় আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।