কাশ্মির নিয়ে আলোচনায় জনজীবন সহজ করার শর্ত পাকিস্তানের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে আবার আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চায় পাকিস্তান। তবে তার জন্য কাশ্মীরে জনজীবন সহজ করাসহ দিল্লিকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে বলে শর্ত রয়েছে তাদের।

শুক্রবার (২৩ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বিষয়ে অবগত পাকিস্তানের ওই কর্মকর্তারা চলমান আলোচনাকে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনার পর্যায়ে এগিয়ে নিতে ভারতশাসিত কাশ্মীর নিয়ে ভারত সরকারের জন্য পদক্ষেপ গ্রহণের একটি তালিকায় দিয়েছেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর ভারত ও পাকিস্তানের সম্পর্ক অবনমন হয়। চলতি বছর উভয় পক্ষে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখানে সীমান্তে ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তির বিষয়ে দুই দেশের কর্মকর্তা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চিঠি বিনিময় এবং পানি নিয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক হয়।

বিজ্ঞাপন

পাকিস্তান যেসব পদক্ষেপ চায় তার মধ্যে কাশ্মীরে মানুষের যোগাযোগ ও চলাচলে বিধি-নিষেধ প্রত্যাহারসহ বেশ কয়েকটি বিষয় রয়েছে।