মিয়ানমার : অভ্যুত্থানের পর সেনাপ্রধানের প্রথম বিদেশ সফর
দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লিয়াংকে আমন্ত্রণ জানানো হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো প্রকাশ্য বিদেশ সফরে যাচ্ছেন তিনি।
শনিবার (২৪ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মিয়ানমার ইস্যুতে বিশেষ আলোচনায় বসতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় ১০টি দেশের সংগঠন। বৈঠককে সংস্থাটির ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে কৌশলী ও ভবিষ্যৎ নির্ধারণী বলে মন্তব্য করেছেন কূটনৈতিকরা।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক প্রধান ব্র্যাড অ্যাডামস বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছেন জেনারেল হ্লিয়াং। তাকে এই আঞ্চলিক সমাবেশে স্বাগত জানানো উচিত নয়। আসিয়ান দেশগুলোর উচিত এই বৈঠককে জান্তা সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে চাপ প্রয়োগ এবং মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেরাতে ব্যবহার করা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সম্মেলনে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো ফোরামে মিয়ানমার সংকট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লিয়াংকে আমন্ত্রণ জানানোর কারণে আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র সমালোচনা করেছে।
উল্লেখ্য, ২০২১ সালে (১ ফেব্রুয়ারি) অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭০০-র বেশি মানুষ নিহত হয়েছে।