ইতালিতে পাওয়া গেছে করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট
করোনা তাণ্ডবে পুরোপুরি জেরবার গোটা ভারত। এই সময়ে সহমর্মিতা নিয়ে ভারতের পাশে দাড়িয়েছে পুরো বিশ্ব। কিন্তু একই সাথে সবাই আশংকায় আছে করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট কোনভাবে যদি নিজ দেশে ছড়িয়ে পরে। এবার সেই আশংকাকে সত্যি প্রমাণ করে ইতালিতে পাওয়া গেল করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট।
সোমবার (২৬ এপ্রিল) ইতালীয় কর্তৃপক্ষ নিজ দেশে করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট পাওয়ার খবরটি নিশ্চিত করেছে। সম্প্রতি ভারতে থেকে এক বাবা-মেয়ে ইতালিতে আসার পর তাদের শরীরে এই ভ্যারিয়ান্ট পাওয়া যায়। এর আগে গত মাসে ইতালির আরেক জায়গায় আরেকটি ঘটনা পাওয়া গিয়েছিলো। তখন থেকেই করোনা আক্রান্ত দেশগুলো সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ইতালি।
ভেনেটো অঞ্চলের প্রধান লুকা জাইয়া জানিয়েছেন, করোনা নিয়ে সদ্য আসা ভারতীয় বাবা-মেয়েকে আপাতত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা গত রবিবার ঘোষণা দিয়েছেন, ভারতে ১৪ দিন ছিলো এমন কেউ কোন দেশ থেকে ইতালিতে প্রবেশ করতে পারবে না।
এদিকে এক বছরের বেশি সময় ধরে চলা করোনাভাইরাস মহামারির মধ্যে সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। দেশটিতে সোমবার ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অক্সিজেনের অভাব সংকটকে তীব্রতর করেছে।