মনের ভুলে একজনকে ৬ ডোজ করোনার টিকা পুশ!

  • মহিউদ্দিন আহমেদ, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান করোনায় মানুষের একমাত্র ভরসার নাম হলো করোনার টিকা। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি করোনা টিকাই আপাতত বিশ্ববাসীকে কিছুটা স্বস্তি জোগাচ্ছে। তাই তো দেশে দেশে জোড়ালোভাবে টিকাদান কার্যক্রম চলমান আছে। কিন্তু এই করোনা টিকা নিতে গিয়ে ইতালিতে এক তরুণী যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন সেটা এক কথায় অবিশ্বাস্য।

ইতালির স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, চলতি সপ্তাহের রবিবার (৯ মে) ইতালির একটি হাসপাতালে করোনার টিকা নিতে যান ২৩ বছর বয়সী এক তরুণী। কিন্তু তাকে টিকা দিতে গিয়ে অন্যমনষ্ক নার্স মনের ভুলে একসাথে ৬ ডোজ ফাইজারের করোনা টিকা পুশ করে ফেলেন। মুলত ফাইজারের প্রতিটি বোতলে ৬ ডোজ পরিমান টিকা থাকে। তরুণীকে টিকা পুশ করতে গিয়ে নার্স একটি পুরো বোতলের তরল সিরিঞ্জে ভরে নেন। তারপর পুরোটাই পুশ করে দেন তরুণীর শরীরে। কিন্তু ভুল ভাঙ্গতে সময় লাগেনা। যখনই স্বাস্থ্যকর্মী নিজের ভুলটি বুঝতে পারেন তখনই তিনি বিষয়টি সবাইকে জানান।

বিজ্ঞাপন

৬ ডোজ টিকা পুশের ঘটনাটি জানাজানি হতেই তরুণীকে তৎক্ষনাত ভর্তি করে নেয়া হয় হাসপাতালে। এখন রাখা হচ্ছে কড়া নজরদারিতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত তরুনীর শরীরে উল্লেখ করার মত কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তিনি পুরোপুরি সুস্থ আছেন। তাকে আরও পর্যবেক্ষনে রাখা হবে।

৬ ডোজ টিকা পুশের বিষয়ে পূর্ণ তদন্ত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু টিকা পুশ করা স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তিনি একেবারেই অনিচ্ছাকৃতভাবে মনের ভুলে এই কান্ডটি ঘটিয়ছেন। টিকা পুশ করার সময় তিনি সচেতন মনে ছিলেন না। একটু অন্যমনস্ক ছিলেন।

বিজ্ঞাপন