ইসরায়েলকে আরও ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ থেকে বিদায়ের মাত্র দুই সপ্তাহ আগে মিত্র ইসরায়েলকে এ সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই চুক্তির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। নতুন এই সামরিক সহায়তা প্যাকেজে আর্টিলারি রকেট, বিমান হামলা ঠেকাতে যুদ্ধাস্ত্রের পাশাপাশি ৫০০ পাউন্ড বোমা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছেন একজন আমেরিকান কর্মকর্তা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এক বছর বা তারও বেশি সময় নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন এই প্যাকেজ ইসরায়েলকে সরবরাহ করা হবে। তবে হোয়াইট হাউস ছাড়ার আগেই যতটুকু সম্ভব এই সহায়তা প্যাকেজ ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করবে বাইডেন প্রশাসন।
সংশ্লিষ্ট বিষয়ে অবহিত এক মার্কিন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলের নিজ নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। এটি প্রেসিডেন্ট বাইডেন বহুবার স্পষ্ট করেছেন। এছাড়া ইরান ও তার প্রতিরোধ অক্ষের আগ্রাসন প্রতিহত করার অধিকারও রয়েছে।
এতে বলা হয়েছে, সম্ভবত এটি বাইডেন প্রশাসনের অনুমোদিত সর্বশেষ চুক্তি হবে। তবে তার আগে হাউস এবং সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি অনুমোদন প্রয়োজন হবে।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ করবেন। সেদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায় নেয়ার আগে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের দিয়ে যাওয়া এই বিশাল সামরিক সহায়তা যেন গাজায় এক বছরের বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া দেশটিতে বিশাল উপহার।