খুললো সিকিমের দরজা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যারা করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন সে সকল পর্যটকদের জন্য সিকিমের দরজা খোলা। তবে অবশ্যই ভ্রমণ পিপাসুদের করোনা নেগেটিভ হতে হবে।

সোমবার (৫ জুলাই) থেকে সিকিম রাজ্য খুলে দেওয়া হয়েছে পর্যটনের জন্য।

বিজ্ঞাপন

জানা যায়, ভারতে করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় লোকসান সামাল দিতে পর্যটন খাতে শিথিলতা আনা হচ্ছে। তারই অংশ হিসেবে খুলেছে সিকিমের দরজা।

তবে সিকিমে প্রবেশে করতে চাইলে দুই ডোজ টিকা নিয়েই আসতে হবে। এজন্য টিকার সনদপত্রও দেখাতে হবে। এছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে চলতি বছরের (২০২০) মার্চে সিকিম রাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার।