ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামিস

কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামিস

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামিসকে ছরিকাঘাতে খুন হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) এসেক্সে নিজের নির্বাচনী এলাকায় এক বৈঠকে তার ওপর এই হামলা হয়।

বিজ্ঞাপন

বিবিসি বলেছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে এসেক্সের লেহ-অন-সি শহরের একটি চার্চে ডেভিড অ্যামিস হামলার শিকার হন।

সাসেক্স পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কাউকে সন্দেহ করা হচ্ছে না।

বিজ্ঞাপন

এর আগে ২০১৬ সালে যুক্তরাজ্যে গুলি করে ছুরি মেরে লেবার পার্টির এক নারী এমপিকে হত্যা করা হয়েছিলো।