ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এতথ্য নিশ্চিত করেছেন।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, হ্যাঁ, দুঃখজনকভাবে ওমিক্রনে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরই মধ্যে দেশে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
ওমিক্রনকে করোনাভাইরাসের মৃদু সংস্করণ বলে মানুষের মাঝে যে ধারণা তৈরি হয়েছে, তা দূর করতে হবে জানিয়ে বরিস জনসন বলেন, আমাদের টিকার বুস্টার ডোজ দেওয়ার গতি ত্বরান্বিত করতে হবে।
এর আগে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ স্কাই নিউজকে জানিয়েছিলেন, বর্তমানে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জনান, এই মুহূর্তে যুক্তরাজ্যে করোনা রোগীদের ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। অভূতপূর্ব গতিতে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। প্রতিদিনই এতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ-তিনগুণ হারে বাড়ছে।
রোববার (১২ ডিসেম্বর) দেশটিতে আফ্রিকান ধরনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৯ জন। যা শনিবারের চেয়ে প্রায় দ্বিগুণ। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে।