পশ্চিমবঙ্গে ৭ বছরের শিশু ওমিক্রনে আক্রান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত ছেলের বয়স সাত বছর।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, সম্প্রতি শিশুটির পরিবার আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে মুর্শিদাবাদে এসেছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর আবুধাবি থেকে শিশুটি তার বাবা-মার সঙ্গে হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। হায়দরাবাদে দু দিন থাকার পর মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কলকাতায় ফেরে। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে গতকালই তারা মুর্শিদাবাদের বাড়িতে ফেরে।

এদিকে, আবুধাবি থেকে এসে হায়দরাবাদে বিমানবন্দরে নামার পর ওই পরিবারের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা করা হয়। তাতে বাবা-মায়ের রিপোর্ট নেগেটিভ আসে, তবে শিশুর নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই ওই নমুনা জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়। তেলেঙ্গানা সরকার ওই রিপোর্টে জানতে পারে শিশুটি ওমিক্রনে আক্রান্ত। এরপরই পশ্চিমবঙ্গ সরকারকে সে কথা জানানো হয়।

বিজ্ঞাপন

করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর থেকে দেশটিতে ব্যাপক হারে সংক্রমণের ঘটনা ঘটছে।

ইতিমধ্যে অতিসংক্রামক ধরন ওমিক্রন ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন অভাবনীয় হারে ছড়িয়ে পড়ছে।

ভারতে নতুন করে ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলায় মোট সংখ্যা বেড়ে হয়েছে ৩৯।